বাঁকুড়া শহরের ফাস্টফুড হাব কলেজ মোড়।
সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমারি খাবার পাওয়া যায় এই জায়গাটিতে।
নতুন সংযোজন মাত্র ৭০ টাকার পিৎজা এবং ৮০ টাকার বার্গার।
বাঁকুড়ার স্থানীয় রকি পোদ্দার চালু করেছেন একটি পিজ্জা এবং বার্গারের ফুড স্টল।
নরমাল মিডিয়াম এবং বড় সাইজের চিজ ,চিকেন, কর্ণ পিৎজা পাওয়া যায় এই স্টলটিতে।
মাত্র ৭০ টাকা দাম থেকে শুরু হয় পিৎজা।
দোকানটির এরমধ্যে খুব জনপ্রিয় হয়েছে। বাঁকুড়ার মানুষের ভিড় চোখে পড়ার মতো।
ইটালিয়ান খাবার পিজ্জা এবং বার্গারের নেশা ধরিয়েছে রকি পোদ্দার। তার স্টলের নাম "Yo Pizza"
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন