এদিন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের কাজে এই পুলিশ সুপারকে রাখা যাবে না৷ আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি৷ যদি কাজ না হয়, আমরা আদালতের দ্বারস্থ হব।’’
কিন্তু, ঠিক কী তাঁর অভিযোগ? কারণ হিসাবে শুভেন্দু বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত হেঁটেছিলেন। এছাড়াও, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের বিস্তর অভিযোগ রয়েছে।’’
advertisement
রবিবাসরীয় সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে প্রার্থী পরিচিতি সভায় অংশ নেন শুভেন্দু। সেখানেই মঞ্চ থেকে নিজের বক্তব্য জানান৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলকে নিশানা করেন৷
আরও পড়ুন: একের বেশি দফায় পঞ্চায়েত ভোট? বাহিনী সংশয়ের মাঝে কী সিদ্ধান্ত কমিশনের, বড় খবর!
এদিন আরও একটি ঘটনা ছিল চোখে পড়ার মতো৷ প্রার্থী পরিচিতির করানোর সময় নন্দীগ্রামের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী নিজে এদিন ঘোষণা করেন, সেখানকার দুজন নির্দল প্রার্থীকে তাঁরা নন্দীগ্রামের পঞ্চায়েত ভোটে দলগতভাবে সমর্থন করছেন৷ এমনটা করছেন, শুধুমাত্র তৃণমূল প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে। গ্রামে গ্রামে তৃণমূলকে পরাজিত করতে ‘অ্যান্টিবায়োটিক দাওয়াই’ প্রস্তুত আছে বলেও কার্যত হুঁশিয়ারির সুরে জানান শুভেন্দু অধিকারী।