WB Panchayat Election 2023: একের বেশি দফায় পঞ্চায়েত ভোট? বাহিনী সংশয়ের মাঝে কী সিদ্ধান্ত কমিশনের, বড় খবর!

Last Updated:

জানা গিয়েছে, এই বৈঠক চলাকালীনই রাজ্যপালকে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে অবগত করেন রাজীব৷

কলকাতা: বাড়ানো হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দফা। এক দফায় নয়, একের বেশি দফায় হতে পারে পঞ্চায়েত ভোট। পরিস্থিতি বিবেচনা করে সেই পথেই হাঁটতে চলেছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বারবার চিঠি লিখেও বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না কমিশন। সেই কারণেই কি এই সিদ্ধান্ত?
আদালতে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে, ২০১৩-র মডেলে নির্বাচন করার পক্ষে মত রয়েছে তাদের। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনও উত্তর না পেয়ে নতুন করে বাহিনী পাওয়ার আশা রাখছে না কমিশন। সেক্ষেত্রে, কমিশন ৩৩৭ (২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে।
আরও পড়ুন: মিশরে মোদি! পিরামিডের দেশে ভূষিত হলেন ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে
কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপড়েন এবং জয়েনিং লেটার ফিরিয়ে নেওয়ার মতো বিষয়ের মাঝেই রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ সূত্রের খবর, সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন রাজীব৷ বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
advertisement
আরও পড়ুন: আকাশ ছুঁচ্ছে ডালের দাম! পকেটে ফের ছ্যাঁকা মধ্যবিত্তের, কোন ডালের কত দাম বাড়ল, দেখে নিন এক ঝলকে
জানা গিয়েছে, এই বৈঠক চলাকালীনই রাজ্যপালকে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে অবগত করেন রাজীব৷
advertisement
তবে, দফা বাড়ানো হলে, তা ঠিক কত দফা হতে পারে, সে ব্যাপারে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। নজর রাখা হচ্ছে হাইকোর্টের শুনানির দিকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: একের বেশি দফায় পঞ্চায়েত ভোট? বাহিনী সংশয়ের মাঝে কী সিদ্ধান্ত কমিশনের, বড় খবর!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement