TRENDING:

Bankura News|| জঙ্গল থেকে সটান বিয়েবাড়িতে ঢুকে পড়ল দাঁতাল! গঙ্গাজলঘাটিতে প্রবল আতঙ্ক...

Last Updated:

Wild Elephant entered into Biyebari: রাতভর কখনও বিয়েবাড়ি, আবার কখনও সবজি বাজারে দাপিয়ে বেড়াল দাঁতাল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি জুড়ে আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: রাতভর কখনও বিয়েবাড়ি, আবার কখনও সবজি বাজারে দাপিয়ে বেড়াল দাঁতাল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি জুড়ে আতঙ্ক। গতকাল রাত ন'টা নাগাদ একটি দাঁতাল হাতি চলে এসেছিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বাজারে। তারপর রাতভর কখনও স্থানীয় একটি বিয়ে বাড়িতে আবার কখনও স্থানীয় সবজি বাজারে দাপিয়ে বেড়াল হাতিটি। পরে বন দফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই ঘটনায় রাতভর কার্যত হাতির আতঙ্ক তাড়া করে বেড়াল গঙ্গাজলঘাটি এলাকার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে শাবক-সহ ১২ টি হাতির একটি দল ঢুকে পড়ে মল্লিকশোভা এলাকায়। এরপর হাতির দলটি হামলা চালায় আমিনা বেগমের বাড়িতে। সে সময় তিন সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন আমিনা বেগম। হাতির হামলা থেকে বাঁচার জন্য তিনি সেখান থেকে তিন সন্তানকে নিয়ে আশ্রয় নেন পাশের পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এরপর হাতির দলটি তাদেরকে তাড়া করতে করতে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালায়। এরপর একে একে চারটি বাড়ি ভেঙে তছনছ করে দেয় হাতির দল। সেই সঙ্গে ঘরে মজুত খাবারও সাবার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে শাবক-সহ ১২ টি হাতির একটি দল ঢুকে পড়ে মল্লিকশোভা এলাকায়। এরপর হাতির দলটি হামলা চালায় আমিনা বেগমের বাড়িতে। সে সময় তিন সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন আমিনা বেগম। হাতির হামলা থেকে বাঁচার জন্য তিনি সেখান থেকে তিন সন্তানকে নিয়ে আশ্রয় নেন পাশের পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এরপর হাতির দলটি তাদেরকে তাড়া করতে করতে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালায়। এরপর একে একে চারটি বাড়ি ভেঙে তছনছ করে দেয় হাতির দল। সেই সঙ্গে ঘরে মজুত খাবারও সাবার করে।
advertisement

আরও পড়ুন: ২ প্রতিবেশীর বচসা গড়িয়েছিল হাতাহাতিতে, তারপর যা হল মর্মান্তিক! মগরায় মারাত্মক অভিযোগ!

এমনিতেই প্রবল গরমে গত প্রায় একমাস ধরে একপ্রকার ঘুমহীন রাত কেটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষের। কালবৈশাখীর জেরে সম্প্রতি গরমের দাবদাহ কমলেও এ বার ঘুম ওড়াল হাতির আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৯'টা নাগাদ গ্রাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে।

advertisement

আরও পড়ুন: গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথমেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরে এলাকার মানুষের তাড়া খেয়ে বিয়ের অনুষ্ঠানে না গিয়ে সবজি বাজারের দিকে চলে যায় হাতিটি। সেখানে পরপর দুটি দোকানে ভাঙচুর চালিয়ে দোকানে রাখা সবজি সাবাড় করে দেয়। হাতি তাড়াতে এলাকার মানুষ বারবার বন দফতরকে তলব করলেও বন কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বনকর্মীরা হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠালে এলাকায় স্বস্তি ফেরে। হাতির হানা নিয়ে এ দিন অবশ্য মুখ খুলতে চায়নি বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News|| জঙ্গল থেকে সটান বিয়েবাড়িতে ঢুকে পড়ল দাঁতাল! গঙ্গাজলঘাটিতে প্রবল আতঙ্ক...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল