TRENDING:

West Bengal News|| ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো! মেদিনীপুর পুরসভা যে পদক্ষেপ নিল...

Last Updated:

West Medinipur News: এ বার ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতা বাজেয়াপ্ত অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। সামনেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: এ বার ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতা বাজেয়াপ্ত অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। সামনেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। আর এই পৌষপার্বণে পিঠেপুলি তৈরির পাশাপাশি জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ঘুড়ি ওড়ানোর প্রচলন চলে আসছে যুগযুগ ধরে, যা 'বড়াম পুজো' নামে পরিচিত।
ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো। সংগৃহীত ছবি।
ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো। সংগৃহীত ছবি।
advertisement

তবে বর্তমানে ঘুড়ি ওড়ানোর জন্য যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে চায়না সুতার। যা খুবই বিপদজ্জনক ও মারাত্মক। কারণ এই নাইলন সুতো হাতে ছেঁড়া যায় না। সুতোয় লেগে যেমন বহু পশুপাখি জখম হয়, তেমনি এই চায়না সুতায় মানুষের মৃত্যুরও ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। তাই এই সুতার ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছে পুর প্রশাসন।

advertisement

আরও পড়ুন: ভালবাসার মানুষের থেকে আঘাত পেয়েছিল! মারাত্বক যে ঘটনা ঘটাল বসল তরুণী! শোরগোল...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর পুরসভার আধিকারিকদের একটি দল শহরের ঘুড়ি সুতার দোকানগুলিতে অভিযান চালিয়ে বিক্রেতাদের সতর্ক করে জানিয়েছেন, যাতে কোনওভাবেই চায়না সুতা কেনাবেচা না হয়। এক পৌর আধিকারিক জানান, এ দিন শুধুমাত্র সতর্ক করা হল, যদি কোনও দোকান থেকে চায়না সুতো পাওয়া যায়, তা বাজেয়াপ্ত করে ঐ বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News|| ঘুড়ি ওড়ানোয় 'ভিলেন' চাইনিজ সুতো! মেদিনীপুর পুরসভা যে পদক্ষেপ নিল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল