তবে বর্তমানে ঘুড়ি ওড়ানোর জন্য যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে চায়না সুতার। যা খুবই বিপদজ্জনক ও মারাত্মক। কারণ এই নাইলন সুতো হাতে ছেঁড়া যায় না। সুতোয় লেগে যেমন বহু পশুপাখি জখম হয়, তেমনি এই চায়না সুতায় মানুষের মৃত্যুরও ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। তাই এই সুতার ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছে পুর প্রশাসন।
advertisement
আরও পড়ুন: ভালবাসার মানুষের থেকে আঘাত পেয়েছিল! মারাত্বক যে ঘটনা ঘটাল বসল তরুণী! শোরগোল...
বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর পুরসভার আধিকারিকদের একটি দল শহরের ঘুড়ি সুতার দোকানগুলিতে অভিযান চালিয়ে বিক্রেতাদের সতর্ক করে জানিয়েছেন, যাতে কোনওভাবেই চায়না সুতা কেনাবেচা না হয়। এক পৌর আধিকারিক জানান, এ দিন শুধুমাত্র সতর্ক করা হল, যদি কোনও দোকান থেকে চায়না সুতো পাওয়া যায়, তা বাজেয়াপ্ত করে ঐ বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে।