আরও পড়ুন: ফের দুর্ঘটনার মুখে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার! মুম্বইগামী বিমানের জরুরি অবতরণ, অসুস্থ ৭
ব্রহ্মাণী নদীর ওপর দেওয়াসিন গ্রামের মালঞ্চ সেতু থেকে ছোট মেইগাছি হয়ে সিঙ্গি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন শ্রীবাটি, করুই ও সিঙ্গি পঞ্চায়েতের বহু মানুষ অগ্রদ্বীপ স্টেশনের দিকে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা যাত্রীদের চরম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গ্রামবাসী টুটুল ঘোষ বলেন, “প্রশাসনকে বলে কোনও সুরাহা হয়নি বলে আমরা গ্রামবাসীরা মিলে রাস্তা সংস্কার করতে নেমেছি।”
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, বিডিও অফিসে একাধিকবার রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হলেও মেলেনি কোনও সদুত্তর। শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা পার হতে হয়েছে বাসিন্দাদের।
আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা-সহ পাঁচ জেলায়! সঙ্গে প্রবল ঝড় এবং বজ্রপাতের আশঙ্কা
রোগী পরিবহণ, স্কুলে যাতায়াত, এমনকি বাইক বা সাইকেল নিয়ে চলাচল করাও ছিল অসম্ভব। অনেক সময় বাইক টানতে হয়েছে দু’জন মিলে, আর সাইকেল নিয়ে যেতে হয়েছে কাঁধে করে। শেষমেশ ধৈর্য হারিয়ে নিজেরাই উদ্যোগ নেন গ্রামের মানুষজন। টোটোচালক তথা গ্রামবাসী গোপাল ঘোষ বলেন, “আমি টোটো চালাই, কিন্তু টোটো নিয়েও এই রাস্তা পেরিয়ে যেতে পারতাম না। রোগী নিয়ে গেলে রোগীকে কোলে করে তুলে রাস্তা পার করতে হত। আমরা সত্যিই প্রচণ্ড সমস্যায় ছিলাম এই রাস্তার জন্য।”
এদিন সকলে মিলে রাস্তা মেরামতির কাজে হাত লাগান। রাস্তা মেরামতির অর্থ সম্পূর্ণটাই জোগাড় করা হয়েছিল চাঁদা তুলে। কোথাও বালি, কোথাও ইঁট ফেলে যেভাবে হোক রাস্তা চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করা হয়। এই উদ্যোগে গ্রামের প্রায় অনেকেই কোনও না কোনওভাবে অংশ নিয়েছিলেন।
বনওয়ারীলাল চৌধুরী