হাবিবুল শেখ গুজরাতে থাকতেন এবং একজন অভিবাসী শ্রমিক হিসেবে গুজরাতে স্বর্ণকারের কাজ করতেন। এই বিপর্যয়ের খবর পূর্বস্থলী গ্রামে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার সকালে, পূর্বস্থলী উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তপন চট্টোপাধ্যায়, হাবিবুল শেখের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিধায়ক মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে নিহতের মরদেহ তাঁর প্রিয়জনের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : বাড়ছে মৃত্যু, সংক্রমণ! কোন জেলায় কত ডেঙ্গি আক্রান্ত, দেখে নিন এক ঝলকে!
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়, বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব হাবিবুল শেখের মৃতদেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। একইসঙ্গে নিহত যুবকের পরিবারের সদস্যদের কোনও অসুবিধার হলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।