আধিকারিকদের অনুমান, মাটির তলায় গ্যাস জমে থাকার কারণে এই শব্দ শোনা যেতে পারে। ওই এলাকার কাছেই নদী আছে, সেক্ষেত্রে জলের স্রোতও বইতে পারে মাটির তলা দিয়ে। সে ক্ষেত্রে এরকম আওয়াজ হতে পারে। আরও একটি কারণ হতে পারে যে মাটির তলা থেকে কোনও বিষাক্ত গ্যাস ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় আগে ওএনজিসি ড্রিলিং করত। সেই সময় তৈরি হওয়া গর্ত মাটির তলায় থেকে গিয়েছে। আগে এখানে মাটির তলায় গ্যাস খোঁজার চেষ্টা হয়েছিল। তারপর কি এবার সুন্দরবনে তেল বা প্রাকৃতিক গ্যাসের কোনও উৎস মিলতে চলেছে, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখানে যদি তেল বা গ্যাসের উৎস পাওয়া যায়, তাহলে তো সুন্দরবনের গুরুত্ব আরও বেড়ে যাবে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। তারা একটি দল পাঠিয়ে জায়গাটি পরিদর্শন করবে বলে ঠিক করেছে।
এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেই জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন। যদিও জায়গাটির কাছে যেতে সকলকে বারণ করা হয়েছে। জায়গাটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।





