Viral News: লগ্নজিতার পর এবার মধুবন্তী! নদিয়ায় লালন উৎসবে নির্লজ্জ হেনস্থা, ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন শিল্পী
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral News: নদিয়ার কৃষ্ণগঞ্জে অনুষ্ঠিত লালন উৎসবে এসে হেনস্থার শিকার হলেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। শিল্পী নিজেই সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন।
advertisement
1/7

*নদিয়ার কৃষ্ণগঞ্জে অনুষ্ঠিত লালন উৎসবে এসে হেনস্থার শিকার হলেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। শিল্পী নিজেই সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন। ছবি সৌজন্যে: শিল্পীর ফেসবুক।
advertisement
2/7
*তাঁর অভিযোগ, কৃষ্ণগঞ্জে আয়োজিত লালন উৎসবে অনুষ্ঠানের শুরুটা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। আয়োজক কমিটির সঙ্গে কথা বলে নির্দিষ্ট ধারার লোকসংগীত পরিবেশনের সিদ্ধান্ত নিয়েই তিনি মঞ্চে ওঠেন এবং তাঁর ব্যান্ডের সঙ্গে গান পরিবেশন করছিলেন।
advertisement
3/7
*শিল্পীর দাবি, তিনি যখন গান করছিলেন, তখন শ্রোতাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। দর্শকরা মনোযোগ দিয়ে গান উপভোগ করছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট গান শেষ হতেই আচমকা পরিস্থিতি বদলে যায়।
advertisement
4/7
*মধুমন্তীর অভিযোগ, এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে এসে শিল্পীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। এরপর তিনি প্রকাশ্যে বলেন, “এই জাত-পাতের গান শুনব না, কোনও ধর্মের গানও নয়। অন্য গান গাইতে হবে।”
advertisement
5/7
*এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে অনুষ্ঠানে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ আয়োজক কমিটির কর্তারা মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে জানান, শিল্পী তাঁর ইচ্ছেমতো গান পরিবেশন করবেন। যাদের আপত্তি আছে, তারা চাইলে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে পারেন।
advertisement
6/7
*মধুবন্তী মুখার্জি জানান, শুধুমাত্র ওই ব্যক্তির মানবিক সীমার মধ্যে থাকা আচরণের কারণেই তিনি বড় কোনও ঝামেলায় যাননি। তবে তিনি স্পষ্টভাবে বলেন, শিল্পীদের বারবার এভাবে জাত-পাত ও ধর্মের প্রসঙ্গ টেনে হেনস্থা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
advertisement
7/7
*মধুমন্তীর কথায়, “গান নিজেই অনুভূতির ভাষা। তাকে আলাদা করে কোনও শ্রেণীতে ভাগ করার প্রয়োজন নেই।” শিল্পীর আশঙ্কা, আজ যদি এই আপত্তি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে ভবিষ্যতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Viral News: লগ্নজিতার পর এবার মধুবন্তী! নদিয়ায় লালন উৎসবে নির্লজ্জ হেনস্থা, ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন শিল্পী