এই কর্মসূচিতে অংশ নেন শহরের সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্থানীয় নাগরিকদের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদিয়া জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং নগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক সরকারি আধিকারিক।
advertisement
১৮৬৪ সালে প্রতিষ্ঠিত কৃষ্ণনগর পৌরসভা প্রায় ১৬০ বছরের প্রাচীন। নদিয়া জেলার প্রাণকেন্দ্র হওয়ায় এই শহরে রোজ প্রশাসনিক কাজ, বাজার-হাট ও নানা প্রয়োজনে বিপুল মানুষের আনাগোনা লেগেই থাকে। স্বাভাবিক কারণেই অন্যান্য শহরের তুলনায় এখানে নোংরা আবর্জনার পরিমাণও বেশি। বিশেষ করে পৌর এলাকার বিভিন্ন রাস্তা ও জনবহুল স্থানে দীর্ঘদিন ধরেই আবর্জনার স্তুপ নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন শহরবাসী। এই পরিস্থিতি মাথায় রেখেই ‘ক্লিন কে.এম ইনিশিয়েটিভ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পৌরসভার তরফে জানানো হয়েছে, শহরের প্রতি ১০০ মিটার অন্তর বিশেষ ডাস্টবিন বসানো হবে। নাগরিকরা সেখানে নির্দিষ্টভাবে জঞ্জাল ফেলবেন এবং প্রতিদিন নিয়ম করে সেই ডাস্টবিন পরিষ্কার করা হবে। শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পৌরসভা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষ্ণনগরের মহকুমা শাসক দায়িত্বভার গ্রহণের পর থেকে শহরকে পুরনো ছন্দে ফেরাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ সফল হলে কৃষ্ণনগর আরও পরিষ্কার, সুন্দর ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে এমনই আশাবাদ প্রশাসনের পাশাপাশি শহরবাসীরও।





