এদিকে, অটো বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই। শনিবার রাতে বাসন্তী থানা কুলতলী থেকে সোনাখালি দিকে যাচ্ছিল একটি বাইক। সেই সময় বাসন্তী থানার সোনাখালীর পালবাড়ির মোড়ে কাছে একটি অটোর সাথে ধাক্কা মারে এই বাইকটি। তবে এই ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয় দুজন গুরুতর আহত হয়। আহতরা হল ফিরদাউস সরদার,আতিকুল জমাদার। তবে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
advertisement
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, আজ ৩ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, কোনদিকে থাকছে নজর?
এই ঘটনায় ঘটনাস্থলে রাকিবুল গায়েন(১৬)বছর নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ তবে। এই ঘটনায় পুলিশ দেহটি উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: স্বপ্নপূরণ করতে পায়ে হেঁটেই লাদাখ, অ্যডভেঞ্চারের গল্প হার মানল মিলনের অদম্য জেদের কাছে
তবে এই ঘটনায় পর অটোটি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ রবিবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠায়।