এদিন ফের ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীর থেকে বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধারের পর তাকে তুলে দেওয়া হয়েছে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে তারালি বিএসএফ ফাঁড়ি সংলগ্ন এলাকায় কৃষক সেজে সীমান্তের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি— নাম আছিরুদ্দিন সরদার।
advertisement
ওই ব্যক্তির গতিবিধিতে সন্দেহ হলে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করে এবং তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তার লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি প্যাকেট থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা।
পাচারকারীকে ও উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি পরবর্তী তদন্তের জন্য তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা জুড়ে সম্প্রতি সোনা ও মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় সতর্কতা আরও জোরদার করেছে সীমান্ত রক্ষী বাহিনী।






