কলকাতা এসটিএফ-এর কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে এক যুবক ও এক মহিলাকে। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, ধৃত যুবকের নাম মোহাম্মদ জিয়াউর রহমান (৩৭), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর। আর এক ধৃত মহিলার নাম সাজেদা বিবি মণ্ডল (৫০), বাড়ি নদিয়া জেলার চাকদহ থানা এলাকায়।
advertisement
কলকাতা এসটিএফ-এর কাছ থেকে গোপন তথ্যের ভিত্তিতে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম ফরাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্ট এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে এক যুবক ও এক মহিলাকে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৭৬০ গ্রাম হেরোইন। তারপর দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৭৬০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত দু’জনকে সাত দিনের পুলিশি হেফাজত আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে হেরোইনগুলো কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
অন্যদিকে, লালগোলা থানার অন্তর্গত সিতেশনগরের সিরপাড়া মোড়ের কাছে অভিযান চালায় এবং সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হাসানুর জামাল ওরফে বক্কর (২৩)-কে আটক করে। তার কাছ থেকে ২৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হবে পুলিশ জানিয়েছে। দুই জায়গায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।






