পুলিশ সূত্রে খবর, ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র থেকে জানানো হয় প্রায় ৬৯৯টি সিম কার্ড অবৈধ নামে দেশের বিভিন্ন রাজ্যে ব্যবহার করা হচ্ছে। সেগুলির রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী দেখা গিয়েছে সিমকার্ড গুলি সুন্দরবন এলাকার মানুষজনের নামে তোলা হয়েছে। গুরুতর এই অভিযোগের তথ্য কলকাতা সাইবার ক্রাইম শাখায় পাঠানো হয়। এরপর তারাই খবর দেয় সুন্দরবন সাইবার ক্রাইম থানায়।
advertisement
আরও পড়ুন: কর্ণাটকে নাবালিকাকে গর্ভবতী করার অভিযোগ! গর্ভপাতের ওষুধ খাওয়ানোয় অসুস্থ কিশোরী, ধৃত যুবক
তদন্তে নেমে এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে সাকির হোসেন খান, রাকিব সরদার, সালাউদ্দিন মোল্লা, হাবিবুল খান, শেখ ইসমাইল এবং ঋষিকেশ জানাকে। এদের বাড়ি সাগর, নামখানা-সহ আশেপাশের এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, স্ক্যানার ও বেশ কিছু সিম কার্ড। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে প্রতারণা পরিচয় জালিয়াতি ও টেলি যোগাযোগ ব্যবস্থার অপব্যবহারের ধারায় মামলা রুজু হয়েছে, তদন্ত এখনও চলছে।
আরও পড়ুন: বেডরোল নিয়ে অশান্তি! পঞ্জাবে ট্রেনে সেনা জওয়ানকে পিটিয়ে খু*নের অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে
এরা বাজারে, রাস্তায়, জনবহুল এলাকায় টোটোতে চেপে গ্রামে গ্রামে ঘুরে সিম বিক্রি করত। কেউ সিম নিলে তাদের নামে অতিরিক্ত একটি সিম ওই ব্যক্তির নামে চালু করে দিত। চালু করা সিম কার্ড তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হত। সেই সিম বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হত বলে অভিযোগ। তদন্তকারীরা মনে করছেন সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য নিয়ে সচেতন নয় ফলে এই তথ্য ব্যবহার করে প্রতারণা চলছে। এই ঘটনার পর এই প্রতরণা চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে খোঁজ চালাচ্ছে পুলিশ।






