TRENDING:

West Bengal news: দোকান তোলাকে কেন্দ্র করে রবীন্দ্রনগরে ব্যবসায়ীদের মধ্যে অশান্তি, সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Last Updated:

West Bengal news: রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যবসায়ীদের মধ্যে তুমুল অশান্তি। বুধবার রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে খণ্ড যুদ্ধ। ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যবসায়ীদের মধ্যে তুমুল অশান্তি। বুধবার রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে খণ্ড যুদ্ধ। ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে বলে জানা গিয়েছে।
Representative Image
Representative Image
advertisement

ওই দোকান তুলতে দেওয়াকে কেন্দ্র করেই প্রাথমিক ভাবে বচসা বাঁধে। পরে তা থেকেই খণ্ড যুদ্ধ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন, পুলিশের একাধিক আধিকারিক।

আরও পড়ুন: বিয়ের পর বরকে ছুঁতে পর্যন্ত দেননি সোনম, শারীরিক সম্পর্কের জন্য দিয়েছিলেন অদ্ভুত শর্ত, কী জানেন?

advertisement

পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘেরিয়া-সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: ২৬,০০০ নিয়োগ বাতিলের দায় কার? স্পষ্ট করল হাই কোর্ট! চাকরি গেলেও কাউন্সেলিংয়ে বসার সুযোগ একাধিক প্রার্থীর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজনার মধ্যেই একাধিক গাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেই সঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মীও। অশান্তি নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ, প্রয়োজনে বাড়ানো হতে পারে বাহিনীও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দোকান তোলাকে কেন্দ্র করে রবীন্দ্রনগরে ব্যবসায়ীদের মধ্যে অশান্তি, সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল