ওই দোকান তুলতে দেওয়াকে কেন্দ্র করেই প্রাথমিক ভাবে বচসা বাঁধে। পরে তা থেকেই খণ্ড যুদ্ধ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন, পুলিশের একাধিক আধিকারিক।
advertisement
পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘেরিয়া-সহ ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজনার মধ্যেই একাধিক গাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেই সঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মীও। অশান্তি নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ, প্রয়োজনে বাড়ানো হতে পারে বাহিনীও।