জানা গিয়েছে, নদী পারাপার হতে গিয়ে তলিয়ে যায় শিশু। ঘটনার পর মায়ের চিৎকার চেঁচামেচিতে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা ছুটে এসে শিশুর খোঁজে জলে নেমে খোঁজাখুঁচি শুরু করে প্রায় দু’ঘণ্টা খোঁজখবর করার পর উদ্ধার হয় শিশু। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার দেখে মৃত ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রিয়াংশু ঘোষ (৫)। বাড়ি কান্দি থানা এলাকার জিয়াদ্বারা গ্রামে। মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।
advertisement
প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানতে পেরেছে ওই শিশু এদিন তার মা প্রিয়া ঘোষের সঙ্গে গোপালপুর গ্রামে গিয়েছিল সকালবেলায়। বাড়ি ফেরার সময় পুরন্দরপুর ধামালী পাড়া রাস্তার উপর কানা ময়ুরাক্ষী নদীর একটি কালভার্ট পার হওয়ার সময় নদীতে হাত মুখ ধুতে গেছিল। সেই সময়ই ওই বাচ্চা শিশু জলে পড়ে যায় এবং পাথরের উপর দিয়ে কালভার্টের ভিতর ঢুকে যায়। দমকল বাহিনীর ও গ্রামবাসীরা বহু চেষ্টা করে কালভার্ট ও পাথর সরিয়ে শিশুকে উদ্ধার করে।
শিশুর পিতা শ্রীকান্ত ঘোষ জানিয়েছেন ,এদিন সকালেই আমার পাঁচ বছরের শিশু মায়ের সঙ্গে এসেছিল আত্মীয়র বাড়ি। ফেরার পথেই এই দুর্ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।