TRENDING:

West Bengal news: মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা! নদীতে পড়ে জলে ডুবে মৃত্যু শিশুর

Last Updated:

West Bengal news: মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। নদীতে হাত-মুখ ধুতে গিয়ে নিচে পড়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। নদীতে হাত-মুখ ধুতে গিয়ে নিচে পড়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুরন্দরপুর ধামালীপাড়ার কাছে কানা ময়ুরাক্ষী নদীতে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রিয়াংশু ঘোষ (৫)।
শিশুকে উদ্ধার করার জন্য নদীর ধারে ভিড় সাধারণ মানুষের 
শিশুকে উদ্ধার করার জন্য নদীর ধারে ভিড় সাধারণ মানুষের 
advertisement

আর পড়ুন: কোটি কোটি টাকা দিয়ে বিলাসবহুল বিমানে ভারতে আনা হল তাহাউরকে! কী কী রয়েছে বিশেষ বিমানে? কত খরচ?

জানা গিয়েছে, নদী পারাপার হতে গিয়ে তলিয়ে যায় শিশু। ঘটনার পর মায়ের চিৎকার চেঁচামেচিতে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা ছুটে এসে শিশুর খোঁজে জলে নেমে খোঁজাখুঁচি শুরু করে প্রায় দু’ঘণ্টা খোঁজখবর করার পর উদ্ধার হয় শিশু। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার দেখে মৃত ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম প্রিয়াংশু ঘোষ (৫)। বাড়ি কান্দি থানা এলাকার জিয়াদ্বারা গ্রামে। মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশকে মোক্ষম শিক্ষা দিল ভারত! বন্ধ হয়ে যেতে পারে তিন দেশের সঙ্গে বাণিজ্য, মাথায় হাত ইউনূসের

View More

প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানতে পেরেছে ওই শিশু এদিন তার মা প্রিয়া ঘোষের সঙ্গে গোপালপুর গ্রামে গিয়েছিল সকালবেলায়। বাড়ি ফেরার সময় পুরন্দরপুর ধামালী পাড়া রাস্তার উপর কানা ময়ুরাক্ষী নদীর একটি কালভার্ট পার হওয়ার সময় নদীতে হাত মুখ ধুতে গেছিল। সেই সময়ই ওই বাচ্চা শিশু জলে পড়ে যায় এবং পাথরের উপর দিয়ে কালভার্টের ভিতর ঢুকে যায়। দমকল বাহিনীর ও গ্রামবাসীরা বহু চেষ্টা করে কালভার্ট ও পাথর সরিয়ে শিশুকে উদ্ধার করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিশুর পিতা শ্রীকান্ত ঘোষ জানিয়েছেন ,এদিন সকালেই আমার পাঁচ বছরের শিশু মায়ের সঙ্গে এসেছিল আত্মীয়র বাড়ি। ফেরার পথেই এই দুর্ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা! নদীতে পড়ে জলে ডুবে মৃত্যু শিশুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল