মুর্শিদাবাদ: ময়ূরাক্ষী নদীর ঘাটে এক মর্মান্তিক ঘটনা। ছিপ ফেলে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ এক শিশু। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার রুহা ঘাটে। কালীপুজোর দিন সকালে ছোট্ট শিশুর মর্মান্তিক পরিনতিতে শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা গ্রাম জুড়েই।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুর নাম সূর্য মাঝি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরাক্ষী নদীর দুই পাড়ে রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম। মাঝখানে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুর উপর দিয়েই দুই পারের মানুষ যাতায়াত করেন। সেই সেতুর উপর বসে সূর্য ছিপ দিয়ে মাছ ধরছিল। হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যায় সে। সূর্য বেশ কিছু দিন ধরেই পড়াশোনোর মাঝেই মাছ ধরতে নদীর ধারে গিয়ে বসে থাকেন। দিনমজুর পরিবারের সন্তান সূর্য। কিন্তু মুহূর্তেই এই রকম ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: করলেন ভোগ রান্না..বাজালেন কাঁসরও! বাড়ির কালীপুজোয় অন্য রূপে মুখ্যমন্ত্রী মমতা
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সঙ্গে মিলে নদীতে নেমে খোঁজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের দলও। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে আরও সন্ধান চালাবেই বলে জানা গিয়েছে।
বাবা দিনমজুর ও মা গৃহবধূ। তবে ছোট্ট শিশুর নিজের শখের বসেই নদীতে মাছ ধরতে যান। তবে মাছ ধরতে গিয়ে এই রকম পরিনতি হবে কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: এখনও সামান্য ভাল আছে কলকাতার বাতাস! বিষ ছড়িয়েছে দিল্লিতে..মুম্বই-পটনার অবস্থা তথৈবচ
তবে এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি। নদীর জলে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।