আরও পড়ুন: এত ছোট টেস্ট ম্যাচ! ভারতের কাছে লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ, আর একটু হলেই…
এমন দৃশ্য হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত হঠাৎই উলুবেড়িয়ার দিক থেকে কলকাতা যাবার পথে থমকে পড়ে একটি গাড়ি। তারপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। জ্বলন্ত সেই গাড়ি থেকে কোনও ক্রমে প্রাণ বাঁচাতে চালকের আসন থেকে বাইরে বেরিয়ে আসেন চালক। পরের মুহূর্তেই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
advertisement
কলকাতাগামী লেনে চলাচল বন্ধ হয়। এই ভয়ানক দৃশ্য দেখে অপর লেনের বহু চালক থমকে পরেন। বেশ কিছুক্ষণ দাউ দাউ করে জ্বলতে দেখা গেল গাড়িটি। মুহূর্ত পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। জানা গিয়েছে, ধুলোগড়ের দিক থেকে কলকাতায় যাওয়ার পথে আগুন লাগে ওই গাড়িতে। সেই সময় গাড়িতে শুধুমাত্র চালকই ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান। গাড়িতে আগুন লেগে বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে বুঝতে পেরেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন চালক।