আরও পড়ুন: বলিউডে অঘটন! চরম সিদ্ধান্ত নিলেন মালাকার বাবা, সাততলা থেকে ঝাঁপ দেওয়ার অনুমান
ঠিক যেন সিনেমার মতো দৃশ্য দেখা যায় কালনা জুড়ে। কালনার নেপপাড়া-সহ বিভিন্ন এলাকায় টর্চ জ্বালিয়ে সারা রাত অভিযুক্তের খোঁজ চালায় কালনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধে নাগাদ অভিযুক্ত ওই ব্যক্তিকে একটি পাঁচিলের উপরে উঠতে দেখেন তারা, এরপরে স্থানীয় বাসিন্দাদের আওয়াজে সুপারি গাছ ধরে নেমে ফের পালিয়ে যায় অভিযুক্ত। সারাদিন, রাত ধরে কালনায় চলতে থাকে চোর পুলিশ খেলা।
advertisement
আরও পড়ুন: ইলিশ না পাঠালেও বাংলাদেশকে সস্তায় ডিম ‘উপহার’ দিল ভারত, এক ধাক্কায় অর্ধেক ওপারে ডিমের দাম
স্বভাবতই পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যাবার পর থেকে রাতের ঘুম উড়েছে পুলিশ কর্মীদের। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হওয়া এক কুখ্যাত অভিযুক্ত পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। এলাকার মানুষ আতঙ্কিত যে তাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে কুখ্যাত এক দুস্কৃতী। কবে পলাতক আসামির খোঁজ পাওয়া যাবে সেই নিয়েই এখন চিন্তিত পুলিশ।