এবার কাঁথি পুরসভা নির্বাচনে অধিকারী পরিবারের কোন সদস্য নেই। কিন্তু কাঁথি পুরসভা দখলে রাখতে চেষ্টার কসুর করেননি শুভেন্দু অধিকারী। কিন্তু ফল বেরোতে দেখা গেল, বিজেপি-র বিধায়ক পর্যন্ত কাঁথি পুরভোটে জিততে পারলেন না। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত হলেন বিজেপি প্রার্থী তথা উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা। উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা হারলেন তৃণমূল প্রার্থী রীনা দাসের কাছে।
advertisement
শুধু বর্তমান বিধায়কই নন, প্রাক্তন বিজেপি বিধায়কও হেরেছেন কাঁথিতে। কাঁথির ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিজেপি বিধায়িকা বনশ্রী মাইতি পরাজিত হয়েছেন। ওই ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী লীনা দাস মহাপাত্র। অপরদিকে, কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।
আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
যদিও কাঁথি পুরসভার ভোটগ্রহণে ব্যাপক বেনিয়মের অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ, একের পর এক বুথ দখল করে যথেচ্ছ ছাপ্পা ভোট দিয়েছে শাসকদল। এমনকী কাঁথিতে তৃণমূলের দুষ্কৃতীদের সাহায্য করার জন্য অন্য জায়গা থেকে পুলিশ আনা হয়েছিল সেখানে। ভোট দিতে গিয়ে এমনই অভিযোগ করেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তবে, এখনও পর্যন্ত যা খবর, ২১ টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা বিজেপি বিধায়ক অরূপ দাস।