ভাটপাড়ার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। কিন্তু ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। দুটি ওয়ার্ডের ফলাফল এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
রাজনৈতিক দিক দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংহের গড় হিসেবে পরিচিত ভাটপাড়া। বিশেষ করে তৃণমূল ছেড়ে তিনি বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই প্রায়শই দুই দলের সংঘর্ষ লেগেই থাকে। ২০১৯ সালের লোকসভার পরে যে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি, তার মধ্যে ছিল ভাটপাড়াও। তবে সব ক’টিই হাতছাড়া হয় তাদের। ভাটপাড়া পুরসভার ৩৪ সদস্যর মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়ের পর যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এর পরে আরও কয়েক জন গেরুয়া শিবিরে যোগ দিলে জুন মাসে দেখা যায়, বিজেপি-র দিকে রয়েছেন ২৬ জন সদস্য। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে থেকে ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন।
advertisement
ওই ১২ জন কাউন্সিলর ফিরে আসার পর ভাটপাড়া পুরসভায় তৃণমূলের শক্তি বেড়ে গিয়ে ২১ হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ চলে যায় তৃণমূলের হাতেই। এর পর পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বসানো হয় প্রশাসক। এবার সেই পুরসভায় পুরোপুরি ক্লিন সুইপ করে গেল তৃণমূল।