আরও পড়ুন- কেউ কথা রাখে না! শিয়রে নির্বাচন, পদকজয়ী মীরাবাই চানুর গ্রামে এখনও নেই পানীয় জল
ভোটের (West Bengal Municipal Election 2022) ঠিক আগে, ২৫ ফেব্রুয়ারি প্রায় মাঝরাতে নগত এতখানি টাকা নিয়ে পুলিশের চেকিংয়ের মুখে পড়েন বিজেপি নেতা ফাল্গুনী মিশ্র। ৮ নম্বর ওয়ার্ডেরই একটি রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাস্তায় টহলদারি পুলিশ আটকায় তাঁকে। বাইকের মধ্যে থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধারও করে পুলিশ। এই ঘটনার রাতেই গ্রেফতার করা হয় ওই বিজেপি প্রার্থীকে। যদিও গ্রেফতারির পরে সেই রাতেই জামিনে মুক্তিও পান ওই বিজেপি প্রার্থী।
advertisement
নির্বাচন কমিশনের নিয়মানুসারে, যেসব এলাকায় নির্বাচন (West Bengal Municipal Election 2022) চলছে সেখানে ৫০ হাজারের বেশি নগদ টাকা নিয়ে যেতে হলে কেন এত পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই সংক্রান্ত নথি মজুত রাখতে হবে। যথাযোগ্য নথির অভাবে পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করতে পারে। কেন মাঝরাতে বিজেপি অত টাকা নিয়ে রাস্তায় ঘুরছিলেন তার সদুত্তর পুলিশকে দিতে পারেননি ফাল্গুনী। কীসের উদ্দেশ্যেই বা এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল জবাব মেলেনি তারও। স্বাভাবিকভাবেই নির্বাচনী বিধিভঙ্গের (West Bengal Municipal Election 2022) অভিযোগে বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- "ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যেখানে আছেন সেখানেই শান্ত থাকুন": রাশিয়া
ফাল্গুনী মিশ্র অবশ্য জানিয়েছেন, তিনি খড়ার পৌরসভার নির্বাচনী আহ্বায়ক। ভোটের কাজেই দলীয় টাকা নির্বাচনের খরচ হিসেবেই নিয়ে যাচ্ছিলেন তিনি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, পুলিশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পনা করেই ওই বিজেপি প্রার্থী কে ফাঁসিয়েছে। অন্যদিকে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি জানান, পুর নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতেই টাকার লেনদেন করছে বিজেপি।
Sukanta Chakraborty