TRENDING:

West Bengal Municipal Election 2022|| সবজি কাটার ফাঁকেই আলোচনা, সিউড়ি পুরসভার মহিলা প্রার্থীদের রান্নাঘরেও লেগেছে রাজনীতির রঙ

Last Updated:

West Bengal Municipal Election 2022: বীরভূমের সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা প্রার্থীরা। বীরভূমের সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থীরা সকলেই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিউড়ি: তরকারিতে রঙ আসুক আর না আসুক, রাজনীতির রঙ ঢুকে পড়েছে পাড়ার প্রতিটি বাড়ির রান্নাঘরে। বীরভূমের সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা প্রার্থীরা। বীরভূমের সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থীরা সকলেই মহিলা।
বীরভূমে পুরভোট ।
বীরভূমে পুরভোট ।
advertisement

তৃণমূল, বিজেপি, কংগ্রেসের মহিলা প্রার্থীরা এখন ব্যস্ত ভোট প্রচারে। রান্না ঘরে সময় কম দিচ্ছেন তাঁরা। আর তাঁদের নিকট আত্মীয়েরা রান্নার মাঝেই রান্না ঘরে হাজির হচ্ছেন ভোটার লিস্ট নিয়ে, আলোচনা পরবর্তী প্রচার নিয়ে। বীরভূমের সিউড়ির ২১ আসনের মধ্যে ১৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। শুধুমাত্র বাকি ৫ আসন। সেই ৫ আসনে পুরসভা ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে এই ১১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দ্রানী মুখোপাধ্যায়। সকাল থেকেই ব্যস্ত প্রচারে কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কোনওরকমে রান্না করেই ব্যস্ত রাজনীতিতে। তাঁর স্বামী ছিলেন প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর। তাই রান্নাঘরেও ছাড় নেই স্ত্রীর। স্ত্রীকে বোঝানো চলছে ভোটার লিস্টও কোনওসময়ে কোথায় প্রচার তার পরিকল্পনা।

advertisement

আরও পড়ুন: ছেলে সিভিক ভলান্টিয়ার, মায়ের সঙ্গে ঘটে গেল হাড়হিম করা ঘটনা! স্তম্ভিত গোটা গ্রাম...

যদিও তৃণমূল প্রার্থী আগে একবার ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী মুন্নি মিশ্রও শুরু করেছেন দরজায় দরজায় প্রচার। তিনিও রান্নাঘরে দিচ্ছেন কম সময়। তবে কংগ্রেস প্রার্থী পাপিয়া ঘোষ কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইলেন না। তিনি নাকি যা বলবেন ভোটের পর, কারণ আগেই আমরা দেখিয়েছিলাম কংগ্রেস প্রার্থীর স্বামী ছিলেন সিউড়ির তৃণমূল নেতা। টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে স্ত্রীকে মনোনয়ন করিয়েছেন। আবার তার মধ্যেই নতুন কোনও খেলা চলছে কিনা তা জানেন না বীরভূমের কংগ্রেস নেতারাও। তবে সবাই এখন তাকিয়ে রয়েছেন, এই ওয়ার্ডের কী ফলাফল হয় তা জানার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022|| সবজি কাটার ফাঁকেই আলোচনা, সিউড়ি পুরসভার মহিলা প্রার্থীদের রান্নাঘরেও লেগেছে রাজনীতির রঙ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল