TRENDING:

Jyotsna Mandi: ধামসা-মাদলের তালে নাচ! সহরায় উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মন্ত্রী, দেখুন ভিডিও

Last Updated:

Jyotsna Mandi: প্রতি বছর রাস পূর্ণিমার দিন সহরায় উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই বছর ৯১ তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। ফলে এক আলাদা উত্তেজনা ছিল। সেই উৎসবেই ধামসা-মাদলের তালে নৃত্যে অংশ নেন রাজ্যের মন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ সহরায় উৎসবের মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি। তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে সহরায় নাচে অংশ নেন। মন্ত্রী বলেন, আমি নিজেই আদিবাসী। ধামসা বাজলে পা নিজে থেকেই নড়ে ওঠে। এই মেলায় যারা এসেছেন তাঁদের ধন্যবাদ জানাই। এই কমিটি বহু বছর ধরে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। তিনি আরও বলেন, সহরায় উৎসব আদিবাসীদের হলেও এই মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এটি মিলন মেলায় পরিণত হয়।
advertisement

বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের রূপারহীড় গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব। খাতড়া থেকে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র যাওয়ার রাস্তার ধারে অবস্থিত এই মাঠে প্রতি বছর রাস পূর্ণিমার দিন সহরায় উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই বছর ৯১ তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। ফলে এক আলাদা উত্তেজনা ছিল।

advertisement

আরও পড়ুনঃ শীত পড়তেই শুরু হয়ে গেল বিষ্ণুপুর বইমেলা! বিজ্ঞানপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ, মেলা কতদিন চলবে, অনুষ্ঠানসূচি জানুন

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের বাজেট প্রায় পঞ্চাশ হাজার টাকা। প্রতি বছরের মতো এবারও মাঠে একদিনের মেলা বসে। মনিহারি, খাবারদাবার সহ ছোট ছোট দোকান সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। সেইসব দেখতে দুপুর থেকেই বহু মানুষ জড়ো হতে শুরু করেন। উৎসব কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সরেন জানান, আট-দশটি গ্রাম মিলে এই মেলা করি। সহরায় আমাদের অন্যতম বড় পরব। এখানে মূলত আদিবাসী নাচ-গানেরই প্রাধান্য থাকে।

advertisement

View More

সন্ধ্যা নামতেই ছন্দে ছন্দে আদিবাসী সহরায় সাংস্কৃতিক নৃত্য উৎসব শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পাশের জেলা পুরুলিয়া ও ঝাড়গ্রাম এলাকা থেকে নাচের দল আসে। সহরায়, ডান্টা, লাগড়ে, ডাহার, লুহুরী সহ বিভিন্ন আদিবাসী নৃত্যের দল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়। সারারাত ধরে ধামসা, মাদলের তালে চলে আদিবাসী নাচ-গান।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুকুটমণিপুর বেড়াতে আসা বহু পর্যটকও এদিন রূপারহীড়ে ভিড় জমান। তাঁরা জানান, রাস্তার ধারে এত মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে মেলা দেখতে আসেন। পর্যটকেরা বলেন, গরু খুঁটার মতো অনুষ্ঠান আগে কখনও সামনে থেকে দেখিনি। দারুণ অভিজ্ঞতা। আদিবাসী মানুষের একসঙ্গে হাত ধরে নাচের দৃশ্য দেখার মতো। আমাদের ভ্রমণ যাত্রায় অবশ্যই এটা বাড়তি পাওনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotsna Mandi: ধামসা-মাদলের তালে নাচ! সহরায় উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মন্ত্রী, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল