TRENDING:

West Bengal: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!

Last Updated:

West Bengal: ভাঙড়ের ঘটকপুকুরে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : ভাঙড়ের ঘটকপুকুরে উদ্ধার হল ব্যাগ ভর্তি টাকা। উদ্ধার করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় একটি বুলেট বাইক নিয়ে দুই ব্যক্তি ঘটকপুকুর চৌমাথায় থেকে ভাঙ্গরের দিকে সিগন্যাল ভেঙে পালিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার গাড়ি ও টাকা
উদ্ধার গাড়ি ও টাকা
advertisement

সেই সময় ঘটকপুকুরে থাকা ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ওই বাইকটি ধরে এবং ধরার সঙ্গে সঙ্গেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় সেই সময় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তল্লাশি করে দেখা যায়

ব্যাগের ভিতরে আছে বেশ কিছু টাকা প্যাকেট বন্দি করে রাখা আছে। এই ঘটনায় কুতুবউদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায় ঘুটায়ারী শরীফ থেকে টাকা নিয়ে ভাঙড়ে আসছিলেন সেই সময় ঘটকপুকুরে তাদেরকে ধরে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদে পদক্ষেপ নয়!’ নবান্ন অভিযান নিয়ে রাজ্যের আবেদন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের!

View More

তবে কার টাকা এবং কেন এত টাকা নিয়েভাঙড়ে নিয়ে আসছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ এতগুলি টাকা কোথায় থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
উপার্জনের নয়া দিশা, চোরাচালানকারীদের যম, দুই-ই হয়ে উঠবে মৌমাছি! বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে BSF
আরও দেখুন

—– সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল