সেই সময় ঘটকপুকুরে থাকা ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ওই বাইকটি ধরে এবং ধরার সঙ্গে সঙ্গেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় সেই সময় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তল্লাশি করে দেখা যায়
ব্যাগের ভিতরে আছে বেশ কিছু টাকা প্যাকেট বন্দি করে রাখা আছে। এই ঘটনায় কুতুবউদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায় ঘুটায়ারী শরীফ থেকে টাকা নিয়ে ভাঙড়ে আসছিলেন সেই সময় ঘটকপুকুরে তাদেরকে ধরে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদে পদক্ষেপ নয়!’ নবান্ন অভিযান নিয়ে রাজ্যের আবেদন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের!
তবে কার টাকা এবং কেন এত টাকা নিয়েভাঙড়ে নিয়ে আসছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ এতগুলি টাকা কোথায় থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল।
—– সুমন সাহা






