যে সমস্ত এলাকায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল, সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন তিনি ৷ আসানসোলের বেশ কিছু এলাকার পাশাপাশি রাণিগঞ্জের অনেকগুলি এলাকায় যান রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি শান্তির বার্তা নিয়ে এসেছি ৷ এলাকায় শান্তি ফিরুক ৷ সব সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে থাকুক ৷’’ রানিগঞ্জে রাজ্যপালের মন্তব্য, যা ব্যবস্থা নেওয়ার তা কলকাতা ফিরেই নেবেন। আজ কেশরীনাথ ত্রিপাঠীর হাতে দুটি এলাকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন পুলিশ আধিকারিকরা। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। পুলিশের তরফে জানানো হয়েছে, আসানসোল ও রানিগঞ্জের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ৷ কোথাও নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা নেই ৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
advertisement
পুলিশের রিপোর্ট, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আর স্বচক্ষে দেখা পরিস্থিতি। কলকাতা ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তবে প্রয়োজনীয় ব্যবস্থা বলতে কী বোঝাতে চাইছেন রাজ্যপাল? তিনি কি নতুন করে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে চাইছেন? নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
তবে নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় যেতে পারেননি বলে আক্ষেপ জানিয়েছেন রাজ্যেপাল ৷ তিনি বলেন, ‘‘আসানসোলের সব এলাকায় যেতে চেয়েছিলাম তবে কিছু কারণবশত যেতে পারলাম না ৷’’ তবে তাঁর এই মন্তব্য শুনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘উনি বেশ ভালই ঘুরেছেন দেখলাম ৷’’