আরও পড়ুন: শিক্ষার মান পরখ করতে স্কুলে স্কুলে স্যাস পরীক্ষা
প্রতিটা জেলায় ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার। বাদুড়িয়ার শায়াস্তানগর-২ গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠে এমনই একটি ধান কেনার শিবির হয়েছে। সেখানে এদিন সকাল থেকে শিবহাটি, গন্ধব্যপুর, কামারডাঙা, কাটিয়াহাট সহ বিভিন্ন গ্রামের কৃষকরা উৎপাদিত ধান বস্তাবন্দি করে নিয়ে এসে ওজন করে নির্দিষ্ট দামে বিক্রি করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৃষকদের দাবি, বাইরের ধান বিক্রি করতে হলে সেভাবে দাম পাওয়া যায় না। কিন্তু সরকারি ক্যাম্পে বিক্রি করে তাঁরা অতিরিক্ত অর্থ পাচ্ছেন। প্রতি কুইন্টাল ধান ২,১৮৩ টাকা দরে কিনছে রাজ্য সরকার। পাশাপাশি ২০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে কৃষকদের। চলতি মরশুমে রাজ্যের ধান কেনা শুরু হতেই হাসি ফুটেছে গ্রাম বাংলার কৃষকদের মুখে।
জুলফিকার মোল্লা