TRENDING:

বসনে নীল সাদা, হাতে হাত ধরে দিন বদলের ডাক দেবে! গড়ে উঠছে 'জয় হিন্দ বাহিনী'

Last Updated:

রাজ্যের বিভিন্ন স্কুলে ‘জয় হিন্দ বাহিনী' তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: অন্যান্য জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও জয় হিন্দ বাহিনী তৈরির পরিকল্পনা নিয়েছে শিক্ষা দফতর। বিভিন্ন সামাজিক কাজের জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়ারা এই বাহিনীতে থাকতে পারবে। দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সেই সময় জনপ্রিয় স্লোগান ছিল ‘জয় হিন্দ’। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার জয় হিন্দ বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
জয় হিন্দ বাহিনীর মেয়েদের পোশাক এমনই হবে
জয় হিন্দ বাহিনীর মেয়েদের পোশাক এমনই হবে
advertisement

রাজ্যের বিভিন্ন স্কুলে ‘জয় হিন্দ বাহিনী' তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। পূর্ব বর্ধমান জেলার তিনটি স্কুলে এই বাহিনী গড়া হবে। তার মধ্যে মেমারি, জামালপুর ও বর্ধমানের একটি স্কুল রয়েছে। আপাতত প্রতিটি জেলাতেই তিন থেকে চারটি স্কুলে প্রাথমিকভাবে এই বাহিনী তৈরি হবে। পরে স্কুলের সংখ্যা বাড়ানো হবে। বাহিনীতে ৪০ থেকে ৪৫ জন ছাত্রছাত্রী থাকবে।

advertisement

আরও পড়ুন: শীতকালে নখ কাটার সময় বিশেষ যত্ন দরকার, নখদর্পণে রইল সব টিপস!

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই বাহিনী বিভিন্ন সামাজিক কাজে যোগ দেবে। তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিশেষ এই বাহিনী তৈরি করা হবে। শারীরিকভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে এই বাহিনী তৈরি হবে। ‘জয় হিন্দ বাহিনী' সমাজ গঠনে বড় ভূমিকা নেবে। এই বাহিনী কী ভাবে তৈরি হবে তার গাইডলাইন প্রতিটি জেলাতেই পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: শীতের শনিবার সরগরম রইল নন্দীগ্রাম! 'শহিদ' তুমি কার? ইতিহাস ঘাঁটল দু'পক্ষই

গাইড লাইনে বলা হয়েছে, জয় হিন্দ বাহিনীর সদস্যদের নীল সাদা পোশাক দেওয়া হবে। মহিলাদের সুরক্ষা দেওয়া, নারীপাচার রোধ, নাবালিকা বিয়ে বন্ধ করা-সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তারা কাজ করবে। অল্প বয়সে ছেলে বা মেয়ের বিয়ে হলে কী ধরনের সমস্যা হতে পারে তা তারা অভিভাবকদের বুঝিয়ে বলবে। প্রয়োজনে তারা অল্পবয়সিদের সঙ্গে কথা বলবে। নারী পাচারকারীরা কীভাবে সমাজে জাল বিস্তার করে সে সম্পর্কেও তারা মেয়েদের ধারণা দেবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও এই বাহিনী প্রচার করবে। খো খো, সাঁতার, কবাডি-সহ বিভিন্ন খেলায় তারা অংশ নেবে। অন্যান্যদেরও উৎসাহিত করবে।

advertisement

বাহিনীর সদস্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কেউ কোনও দুর্ঘটনায় পড়লে এই বাহিনী প্রাথমিক - চিকিৎসার কাজ করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে,বাহিনী তৈরির প্রস্তুতি চলছে। জেলায় শিক্ষকদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তাঁরা পড়ুয়াদের প্রশিক্ষণ দেবেন। ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। এই বাহিনীতে যোগ দিলে পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটবে। তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বসনে নীল সাদা, হাতে হাত ধরে দিন বদলের ডাক দেবে! গড়ে উঠছে 'জয় হিন্দ বাহিনী'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল