রাজ্যের বিভিন্ন স্কুলে ‘জয় হিন্দ বাহিনী' তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। পূর্ব বর্ধমান জেলার তিনটি স্কুলে এই বাহিনী গড়া হবে। তার মধ্যে মেমারি, জামালপুর ও বর্ধমানের একটি স্কুল রয়েছে। আপাতত প্রতিটি জেলাতেই তিন থেকে চারটি স্কুলে প্রাথমিকভাবে এই বাহিনী তৈরি হবে। পরে স্কুলের সংখ্যা বাড়ানো হবে। বাহিনীতে ৪০ থেকে ৪৫ জন ছাত্রছাত্রী থাকবে।
advertisement
আরও পড়ুন: শীতকালে নখ কাটার সময় বিশেষ যত্ন দরকার, নখদর্পণে রইল সব টিপস!
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই বাহিনী বিভিন্ন সামাজিক কাজে যোগ দেবে। তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বিশেষ এই বাহিনী তৈরি করা হবে। শারীরিকভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে এই বাহিনী তৈরি হবে। ‘জয় হিন্দ বাহিনী' সমাজ গঠনে বড় ভূমিকা নেবে। এই বাহিনী কী ভাবে তৈরি হবে তার গাইডলাইন প্রতিটি জেলাতেই পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শীতের শনিবার সরগরম রইল নন্দীগ্রাম! 'শহিদ' তুমি কার? ইতিহাস ঘাঁটল দু'পক্ষই
গাইড লাইনে বলা হয়েছে, জয় হিন্দ বাহিনীর সদস্যদের নীল সাদা পোশাক দেওয়া হবে। মহিলাদের সুরক্ষা দেওয়া, নারীপাচার রোধ, নাবালিকা বিয়ে বন্ধ করা-সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তারা কাজ করবে। অল্প বয়সে ছেলে বা মেয়ের বিয়ে হলে কী ধরনের সমস্যা হতে পারে তা তারা অভিভাবকদের বুঝিয়ে বলবে। প্রয়োজনে তারা অল্পবয়সিদের সঙ্গে কথা বলবে। নারী পাচারকারীরা কীভাবে সমাজে জাল বিস্তার করে সে সম্পর্কেও তারা মেয়েদের ধারণা দেবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়েও এই বাহিনী প্রচার করবে। খো খো, সাঁতার, কবাডি-সহ বিভিন্ন খেলায় তারা অংশ নেবে। অন্যান্যদেরও উৎসাহিত করবে।
বাহিনীর সদস্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কেউ কোনও দুর্ঘটনায় পড়লে এই বাহিনী প্রাথমিক - চিকিৎসার কাজ করবে।
পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে,বাহিনী তৈরির প্রস্তুতি চলছে। জেলায় শিক্ষকদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তাঁরা পড়ুয়াদের প্রশিক্ষণ দেবেন। ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। এই বাহিনীতে যোগ দিলে পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটবে। তাদের মধ্যে শৃঙ্খলা তৈরি হবে।