শীতের শনিবার সরগরম রইল নন্দীগ্রাম! 'শহিদ' তুমি কার? ইতিহাস ঘাঁটল দু'পক্ষই

Last Updated:

৭ জানুয়ারি ২০০৭। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন চলাকালীন উত্তপ্ত হয় নন্দীগ্রাম। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের।

শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ
শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ
#নন্দীগ্রাম:  শহিদ দিবসে নন্দীগ্রামে যেন সম্মুখ সমর। তৃণমূল বনাম বিজেপি। দুই যুযুধান দলের কথার যুদ্ধেই শীতের  আবহাওয়া গরম। এক কথায় শনিবারের নন্দীগ্রাম দেখল কৃতিত্বের কাড়াকাড়ি। নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'কিছু কিছু লোক যাঁদের সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের কোনও যোগ ছিল না, তাঁরা এখন আন্দোলনের ক্ষীর এবং মধু খাচ্ছেন। তৃণমূল যে বেদিতে শহিদদের শ্রদ্ধা জানাল সেটা সরকারি জমি হলেও ওই শহিদ বেদি তৈরি করতে ইট বালি সিমেন্ট সব আমি কিনে দিয়েছিলাম'।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুণাল ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করে বললেন, 'যিনি সাড়ে তিন বছর জেল খেটে এসেছেন, যাকে আমি বাচাল ঘোষ বলি তাঁর উচিত নয় শহিদদের শ্রদ্ধা জানানো। চোরেরা যদি শহিদদের শ্রদ্ধা জানায় তাহলে তো শহিদরা অপবিত্র হয়ে যায়'। তৃণমূলের মুখপাত্র তথা দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা জবাব, যাঁরা মেরেছিল তাঁরা আবার মালা দিল। এই অভিযোগটা সবাই করছেন। এটা তো সব থেকে বড় অপমান শহিদদের'।
advertisement
আরও পড়ুন: মদ্যপানের পর মিলনের অভ্যেস শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে! জানুন
শনিবার শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল বনাম বিজেপি। একই ব্যানারে আলাদা আলাদা স্মরণ সভা। বাগযুদ্ধে শীতের শনিবাসরীয় নন্দীগ্রাম ছিল  গরম। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে,' নন্দীগ্রামে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে কৃতিত্বের কাড়াকাড়ি নজরে এল'। শাসক দল তৃণমূলকে এক হাত নিয়ে শুভেন্দুর এও মন্তব্য,' ওরা পতাকা টাঙিয়েছে। শহিদ স্মরণে রাজনীতি করা উচিত নয়। কিছু হালি নেতা এবং কর্মচারীদের শহিদ স্মরণ আসলে নাটক'। পাল্টা কুণাল ঘোষের কথায়,' আজকে থেকে নতুন আন্দোলন শুরু হবে। যারা খুনি। যারা আততায়ী, তারা কেন শহিদ বেদিতে মালা দিলেন, যারা একসময় সিপিএম করত আজ তারাই শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন'।
advertisement
advertisement
আরও পড়ুন: জাঁকিয়ে শীত আর ক'দিন? কোথাও বাড়ছে কুয়াশা, কোথাও শৈত্যপ্রবাহের সর্তকতা! আবহাওয়ার বড় আপডেট
৭ জানুয়ারি ২০০৭। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন চলাকালীন উত্তপ্ত হয় নন্দীগ্রাম। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর নন্দীগ্রামে পালিত হয় শহিদ দিবস। শনিবার আলাদা আলাদা কর্মসূচি পালন করলো যুযুধান তৃণমূল ও বিজেপি। আলাদা আলাদা দুটি শহিদ স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। দুই ফুল শিবিরের বাগযুদ্ধে চড়ল পারদ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতের শনিবার সরগরম রইল নন্দীগ্রাম! 'শহিদ' তুমি কার? ইতিহাস ঘাঁটল দু'পক্ষই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement