TRENDING:

West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ

Last Updated:

West Bengal Durga Puja 2023: নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়বে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান সহ সাতটি জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা।
বিপদের আশঙ্কা
বিপদের আশঙ্কা
advertisement

এদিকে, নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে ঝস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর বাঁধে প্রায় ১৫০ মিটার কাঁচা মাটির বাঁধে ধস নামে। ধসের জেরে পাশের লোকালয়ে নোনা জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?

অন্যদিকে কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় সপ্তমুখী নদীর বাঁধে গতকাল থেকে একাধিক অংশে ধস নেমেছে। বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে। ব্লক প্রশাসন ধস এলাকায় আপতকালীন মেরামতি শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ফের বিজেপির অসীম-অস্বস্তি! ২৪-এর ভোটে কি বঙ্গে বিজেপির হাত খালি? পোস্টে জোর জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পরশু পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। নদীর জলস্তরও বাড়বে। সেক্ষেত্রে ধসের জেরে আতঙ্কিত সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল