এদিকে, নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে ঝস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর বাঁধে প্রায় ১৫০ মিটার কাঁচা মাটির বাঁধে ধস নামে। ধসের জেরে পাশের লোকালয়ে নোনা জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?
অন্যদিকে কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় সপ্তমুখী নদীর বাঁধে গতকাল থেকে একাধিক অংশে ধস নেমেছে। বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে। ব্লক প্রশাসন ধস এলাকায় আপতকালীন মেরামতি শুরু করেছে।
আরও পড়ুন: ফের বিজেপির অসীম-অস্বস্তি! ২৪-এর ভোটে কি বঙ্গে বিজেপির হাত খালি? পোস্টে জোর জল্পনা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পরশু পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। নদীর জলস্তরও বাড়বে। সেক্ষেত্রে ধসের জেরে আতঙ্কিত সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।