TRENDING:

Crime News|| সন্তানের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনেছিলেন বধূ, তারপর যে ভয়ঙ্কর কাণ্ড ঘটল...

Last Updated:

Narendrapur man planned for murder, wife survived: স্ত্রী স্মার্টফোন কেনায় সন্দেহ হয়েছিল। তার জেরেই ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নরেন্দ্রপুর: স্ত্রী স্মার্টফোন কেনায় সন্দেহ হয়েছিল। তার জেরেই ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। গ্রেফতার স্বামী রাজেশ ঝা ও ভাড়া করে আনা এক দুষ্কৃতী। পলাতক এখনও এক। আক্রান্ত মহিলার দাবি, শুক্রবার রাতে তাঁর স্বামী রোজের মতো ঘরে ঢোকে। এরপর তার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে এ দিন তিনি নিজেই গেটের তালা লাগাতে যান। গেটে তালা লাগাতে দেরি হচ্ছে দেখে গৃহবধূ দেখতে গেলে হঠাৎই এক দুষ্কৃতী তার মুখ চেপে ধরে। আরও এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে। সেইসময়ে চিৎকার করে উঠলে তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। সেই সময়েও গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। ধরা পড়ার ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ২ দুষ্কৃতী ও তাঁর স্বামী। তবে স্থানীয়রা এক দুষ্কৃতীকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় খড়দহ থেকে আসা লোকাল ট্রেনের টিকিট।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

গৃহবধূর অভিযোগ, দু'জনেরই মুখ ঢাকা ছিল। এরপর স্থানীয় লোকজন ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার গলায় সাতটি সেলাই পড়েছে। এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ এসে পাকড়াও হওয়া এক দুষ্কৃতী ও স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। গৃহবধূর আরও অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত তাঁর স্বামী রাজেশ। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতেন তিনি। এমনকি পাড়া প্রতিবেশীদের সঙ্গেও কথা বলতে দিত না তার স্বামী। মোবাইল ফোন ব্যবহার করতে পারত না ওই গৃহবধূ। এই করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় স্বামীর কাছে তার সন্তানদের অনলাইনে পড়াশোনার জন্য একটি স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলেন।

advertisement

আরও পড়ুন: অজান্তেই কামড়ে দিয়েছিল বিষধর কালাচ, যুবক যা করলেন, অবাক চিকিৎসকরা

স্বামী ফোন কিনে না দেওযায় নিজের জমানো টাকা থেকেই স্মার্ট ফোন কেনেন রুপা ঝা। কিন্তু স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখতেন ফোন। স্বামী বাড়ি থেকে কাজে বেরিয়ে গেলে তারপরই ফোন ব্যবহার করতেন। কিন্তু স্বামী স্ত্রীকে ফোন ব্যবহার করতে দেখে ফেলেন তারপরেই এই খুনের চেষ্টা বলে অভিযোগ। ত ঘটনার পর থেকে পলাতক আরও এক দুষ্কৃতী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্বামী রাজেশ ঝাঁ ও এক দুষ্কৃতীকে আজ বারুইপুর আদালতে তোলা হয়। তবে কী কারণে খুনের চেষ্টা, তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Arpan Mondal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News|| সন্তানের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনেছিলেন বধূ, তারপর যে ভয়ঙ্কর কাণ্ড ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল