TRENDING:

Latest Crime News|| ২ প্রতিবেশীর বচসা গড়িয়েছিল হাতাহাতিতে, তারপর যা হল মর্মান্তিক! মগরায় মারাত্মক অভিযোগ!

Last Updated:

Magra chaos and murder: বুধবার সকাল হতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ডহারবারের পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। মঙ্গবার রাতে খুনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মগরাহাট: দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে মগরাহাটে কুপিয়ে খুন। আশঙ্কাজনক আরও একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মগরাহাট থানার মাহিতলা গ্রামের বাসিন্দা দুই প্রতিবেশী ইজাজুল আবদুল শেখের পরিবারের সঙ্গে বচসা হয় হাবিব শেখের পরিবারের। ঘটনায় হাবিব সেখের পরিবারের লোকজন ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুল শেখের পরিবারের ওপর। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ইজাজুল (৩৮) ও মিন্টু শেখকে (৩৫)। ঘটনাস্থলে মৃত্যু হয় ইজাজুলের। আশঙ্কাজনক অবস্থায় মিন্টু শেখকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুন: গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?

ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাটের মাহিতলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় হাবিব শেখ ও কালাম শেখকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ। তবে মৃতের পরিবারের অভিযোগ, ঘটনায় বাবলু শেখ মূল অভিযুক্ত ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, দুই প্রতিবেশীর মধ্যে পুরনো শত্রুতার জেরে এই ঘটনা। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: আম নয়, শুধু পাতা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা আয় কৃষকের! কীভাবে জানেন?

আজ বুধবার সকাল হতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ডহারবারের পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। মঙ্গবার রাতে খুনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Anisuddin Molla

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Crime News|| ২ প্রতিবেশীর বচসা গড়িয়েছিল হাতাহাতিতে, তারপর যা হল মর্মান্তিক! মগরায় মারাত্মক অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল