ডেবরা বাজারের বুকে ইলোরা লজ। সকলেই কম-বেশি চেনেন। কিন্তু সেখানে যে এমন কাণ্ড চলছিল, তা ভেবেই হতবাক স্থানীয় বাসিন্দারা। তনে কানাঘুষো যে আসছিল না তা নয়। ডেবরা বাজার সংলগ্ন এলাকায় লাগাতার মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল দুটি লজের বিরুদ্ধে। বারে বারে অভিযোগও আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আচমকা বুধবার ইলোরা লজে হানা দেয় পুলিশ।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলল কারখানা! কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিক-সহ ৫ জনকে। তবে এর আগেও একাধিকবার এই লজে হানা দিয়েছে পুলিশ। কিন্তু বারে বারেই বিফল হয়। এরপর বুধবার দুপুরে ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও ডেবরা থানার ওসি প্রনব পাত্র বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরো লজ তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয়েছে হয় লজের মালিক মিন্টু বেরাকেও। উদ্ধার হয় বেশ কয়েকজন মেয়েকে। ধৃতদের আজ অর্থাৎ বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হবে।