Kolkata Fire|| রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলল কারখানা! কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড

Last Updated:

Major Fire at Behala Kolkata: রাতের কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার বেহালার চন্ডিতলা এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রতীকী ছবি।
কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রতীকী ছবি।
#কলকাতা: কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলল কারখানা। বুধবার বেহালার চন্ডিতলা এলাকায় রাত সাড়ে এগারোটা নাগাদ একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সকলে। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার পাশেই একটি কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে। সেখানে শ্রমিকরা রান্না করে খাওয়াদাওয়া করেন। অনুমান, এ দিন রাতে রান্নার সময়েই আগুনের ফুলকি কোনওভাবে ছিটকে পড়ে প্লাস্টিক কারখানার দুটি শেডে। তা থেকেই মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে ছিলে যায়। স্বাভাবিকভাবেই প্লাস্টিক কারখানা হওয়ায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, ফলে আগুন ছড়াতে সময় নেয়নি।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের নিয়ে বিরাট বড় খবর! কবে বেরোবে রেজাল্ট? জানিয়ে দিল পর্ষদ
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, যখন আগুন লাগে সেই সময় কারখানায় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। আগুন লাগার জেরে তাঁরা কারখানার ভেতর আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রান্নার করার সময় আগুন লাগে ওই প্লাস্টিক কারখানায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় পূর্ব কলকাতার ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire|| রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলল কারখানা! কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement