এদিন তার সঙ্গে ছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মল্লিকা চট্টোপাধ্যায়, কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী সমর্থক।
advertisement
মূলত বাবার পরিচয় সামনে রেখেই ভোট প্রচার করেন তিনি। উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভার প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকেই প্রার্থী করেছে তৃণমূল।
অন্যদিকে, সোমবার ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে ১২ নং জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।