TRENDING:

Suvendu Adhikari-Sukanta Majumdar: শাহী সমাবেশকে সামনে রেখে মমতা ও অনুব্রত ভূমে আজ শুভেন্দু-সুকান্তর মিছিল-সভা

Last Updated:

একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আতুঁরঘর হিসেবে পরিচিত হাজরাতে সভা করবেন। অন্যদিকে রামপুরহাট, সিঙ্গুর আর শ্যামবাজারে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, সোমবার। একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আতুঁরঘর হিসেবে পরিচিত হাজরাতে সভা করবেন। অন্যদিকে রামপুরহাট, সিঙ্গুর আর শ্যামবাজারে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। বিকেল চারটে নাগাদ গড়িয়াহাট মোড় থেকে পদযাত্রা করে হাজরায় পৌঁছে দলীয় সভায় প্রধান বক্তা সুকান্ত মজুমদার। সঙ্গে থাকবেন অগ্নিমিত্রা পাল রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব। উপলক্ষ্য, ২৯ নভেম্বর অমিত শাহর উপস্থিতিতে বঞ্চিতদের নিয়ে বিজেপির ডাকে ‘কলকাতা চলো’ সমাবেশ।
মমতা ও অনুব্রত ভূমে আজ শুভেন্দু-সুকান্তর মিছিল-সভা
মমতা ও অনুব্রত ভূমে আজ শুভেন্দু-সুকান্তর মিছিল-সভা
advertisement

সুকান্তর পাশাপাশি আজই সিঙ্গুরের মাটিতে বিকেলে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সিঙ্গুর সাম্প্রতিক সময়ে শিল্পায়নের নামে কৃষিজমি দখলের বিরুদ্ধে কৃষক প্রতিরোধের অন্যতম নাম। ২২ মে ২০০৬ কারখানা স্থাপনের লক্ষ্যে সরেজমিনে জমি দেখতে আসা সরকারি আধিকারিক সহ টাটা কোম্পানির প্রতিনিধিদের ঝাঁটা হাতে গ্রাম থেকে বিতাড়িত করেছিলেন কৃষিজীবী মহিলা-পুরুষরা। অনেক লড়াই, শেষমেষ সুপ্রিম কোর্টেও মান্যতা পায় জমি আন্দোলনের ন্যায্যতা।

advertisement

আরও পড়ুন- আজ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, বুধবার থেকে হাওয়া বদল ! জেনে নিন আবহাওয়ার আপডেট

আলোড়ন ফেলা রায়ে আদালত জানায়, সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ছিল। সিঙ্গুর মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ও অসাংবিধানিক ছিল। অর্থাত্‍‌ বাম সরকার অবৈধ ভাবে টাটাদের সিঙ্গুরের জমি দিয়েছিল। জনস্বার্থে জমি অধিগ্রহণ হয়নি বলেই জানায় বিচাররপতি অরুণ মিশ্র ও বিচারপতি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের জয় হয়। সেই জমি আন্দোলনের সময় বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন মমতার সঙ্গেই তৃণমূলে। আজ যিনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে যিনি বর্তমানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা। সেই শুভেন্দু অধিকারী সিঙ্গুরে আজ, সোমবার বিকেলে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখবেন।

advertisement

আরও পড়ুন-রাশিফল ২৭ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সিঙ্গুর নিয়ে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। ২৪-এর লোকসভা ভোটের আগে সিঙ্গুরে শিল্পায়নকে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু আজ কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সিঙ্গুর ছাড়াও শুভেন্দু অধিকারী আজ, সোমবার প্রথমার্ধে বীরভূম জেলার রামপুরহাটে আগামী বুধবার শাহী সমাবেশকে সামনে রেখে পদযাত্রা ও সভায় অংশ নেবেন। যে জেলা বীরভূমের দাপুটে শাসক দলের নেতা অনুব্রত মণ্ডলের খাস তালুক হিসেবে পরিচিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে এই মুহূর্তে তিহার জেলবন্দি অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল। তবে এখনও জেলা সভাপতি হিসেবে সেই অনুব্রত মণ্ডলের উপরই ভরসা রেখেছে তৃণমূল। তাই কেষ্ট ভূমেও শুভেন্দু কী বার্তা দেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

advertisement

আজ, সোমবার সন্ধ্যাবেলায় কলকাতার শ্যামবাজারেও সভা করবেন শুভেন্দু। সব মিলিয়ে বঙ্গ বিজেপির প্রধান দুই মুখ সুকান্ত ও শুভেন্দুর আজকের একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে ৷ এবং সেই কর্মসূচি থেকে মমতা ও অনুব্রতর খাস তালুকে দাঁড়িয়ে কী বার্তা দেন দুই বঙ্গ পদ্ম নেতা সেদিকেই এখন নজর সবার।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari-Sukanta Majumdar: শাহী সমাবেশকে সামনে রেখে মমতা ও অনুব্রত ভূমে আজ শুভেন্দু-সুকান্তর মিছিল-সভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল