TRENDING:

Birbhum| Bangla News|| বীরভূমে ডেউচা-পাচামি কোল ব্লক, স্থানীয়রা চান আদিবাসী নেতাদের সঙ্গেই হোক আলোচনা

Last Updated:

Birbhum deocha pachami coal block controversy: বীরভূম জেলা প্রশাসন সেই প্যাকেজের বিস্তারিত তুলে ধরে ডেউচা-পাচামি, হরিনসিংহা-দেওয়ানগঞ্জের স্থানীয় বাসিন্দাদের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ডেউচা-পাচামি কোল ব্লক গড়ে উঠতে চলেছে। ওই এলাকার বসবাসকারীরা চাইছেন কোনও বহিরাগত নয় , সরকারের সঙ্গে যে কোনও বিষয়ে আলোচনা করুক স্থানীয়রাই। মুখ্যমন্ত্রী ডেউচা-পাচামি কোল ব্লকের ঘোষনা করেছেন, তারপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডেউচা-পাচামি কোল ব্লক প্যাকেজও। গত সপ্তাহে বীরভূম জেলা প্রশাসন সেই প্যাকেজের বিস্তারিত তুলে ধরে ডেউচা-পাচামি, হরিনসিংহা-দেওয়ানগঞ্জের স্থানীয় বাসিন্দাদের কাছে।
বীরভূমে ডেউচা-পাচামি কোল ব্লক।
বীরভূমে ডেউচা-পাচামি কোল ব্লক।
advertisement

সেই প্যাকেজ অনুযায়ী বীরভূমের মহম্মদবাজারের ডেউচা-পাচামি,  দেওয়ানগঞ্জ-হরিনসিংগার এই কয়লা খনি হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। সব মিলিয়ে প্রায় এক লক্ষ কর্মসংস্থান। তবে এই প্যাকেজের ভিত্তিতে যাদের জমি এই কয়লা খনি গড়তে নেওয়া হবে প্রত্যেকটি বাড়িকে দেওয়া হবে ক্ষতিপূরণ। তার জন্য রাজ্য সরকার প্যাকেজ ঘোষণা করেছে। সেই প্যাকেজে বাদ যাননি কেউই। জমিহারা থেকে জমি জবর দখলকারী প্রত্যেকেই ক্ষতিপূরন পাবে। স্পষ্ট উল্লেখ্য, কে কিসের ক্ষতিপূরণ হিসেবে কী কী পাবেন। তারপরই সে সমস্ত বিষয়ে আলোচনা হয় বিভিন্ন স্তরে। তবে এখন অনেকেই ঘোলা জলে  মাছ ধরতে নেমেছেন বলে মত স্থানীয়দের। কোনও কোনও ক্ষেত্রে চলছে বহিরাগতদের প্ররোচনা।

advertisement

আরও পড়ুন: সপরিবারে পুরী গিয়েছিলেন বেড়াতে, হোটেলে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিথর দেহ

তবে এ ব্যাপারে যথেষ্টই সজাগ আদিবাসী সংগঠনগুলি। বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন গাঁওতার সম্পাদক রবীন সোরেন, ভারত জাকাত মাঝি পরগণা মহলের জেলা পরগণা ঘাসিরাম হেমব্রমের বক্তব্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি রাতের অন্ধকারে কিছু বহিরাগত মানুষ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। নিজদের ফায়দা লোটার জন্য গ্রামে ঢুকে আদিবাসীদের ভুল বোঝাচ্ছেন। সেই সকল উষ্কানিমূলক কথাবার্তা থেকে আদিবাসীদের দূরে থাকতে অনুরোধ জানিয়েছেন আদিবাসী সংগঠনের নেতারা। এই প্যাকেজ নিয়ে যাতে আদিবাসী এলাকায় আদিবাসীদের নিয়ে কোনও অশান্তির সৃষ্টি না হয়, সেই জন্য আদিবাসী সংগঠনগুলির নেতারা প্রশাসনকে নজরদারি চালানোর অনুরোধ করছেন।

advertisement

আরও পড়ুন: বিজেপি ছাড়ার পর এবার তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী! শাসক দলের আরও কাছে অভিনেত্রী?

আদিবাসী সংগঠনের নেতারা জানিয়েছেন, কোল ব্লকের ঘোষিত প্যাকেজ শোনার পর তাদের মনে হয়েছে সেখানে কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে। তা বীরভূম জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। শান্তিপূর্ণ ভাবে আলোচনার টেবিলে সেই দাবি মিটে যাবে বলে জানিয়েছেন আদিবাসী নেতারা। তবে আদিবাসী নেতারা কোনও প্ররোচনায় যাতে পা না দেয় ইতিমধ্যেই তাদের সংগঠনের সদস্যদের জানিয়ে দিয়েছেন। আদিবাসী গ্রামগুলিতে বিশেষ নজরদারি চালাচ্ছে আদিবাসী সংগঠনগুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum| Bangla News|| বীরভূমে ডেউচা-পাচামি কোল ব্লক, স্থানীয়রা চান আদিবাসী নেতাদের সঙ্গেই হোক আলোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল