স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাঁকুড়ার তালডাংরা এলাকায় হলেও পেশায় গৃহশিক্ষক অঞ্জন রায় বেশ কিছুদিন ধরে কোতুলপুরের গরু হাটতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো রবিবার সন্ধ্যায় গৃহশিক্ষকতা করে বাড়িতে ফিরে রাস্তায় হাঁটতে যান।
আরও পড়ুন: স্কুলের মধ্যে ঝুলছে দশমের ছাত্রীর দেহ, হাড়হিম কাণ্ড সুতিতে! যা ঘটল, ভয়ঙ্কর
advertisement
হেঁটে গভীর রাত পর্যন্ত বাড়িতে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর সন্ধান চালানোর পর আজ স্থানীয় সূত্রে খবর পেয়ে পরিবারের লোকজন কোতুলপুরের অদূরে থাকা খুনডাঙ্গা এলাকায় গিয়ে দেখেন রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে অঞ্জন রায়ের মৃতদেহ।
আরও পড়ুন: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, 'সম্পর্ক শেষ'
মৃতদেহের মুখ মাফলারে শক্ত করে বাঁধা রয়েছে। এরপরই পরিবারের লোকজন কোতুলপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহটি উদ্ধার করে। কারণ জানতে না পারলেও পরিবারের দাবি, অঞ্জন রায়কে খুন করা হয়েছে।