এর মধ্যে সিতাইতে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮টি QRT। মাদারীহাট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৪টা QRT, নৈহাটি ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮ টা QRT, হাড়োয়া ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, মেদিনীপুর ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, তালডাংরা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৯৪টা QRT।
advertisement
হাড়োয়া 200 নং বুথের অভিযোগ শুনে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার দাবি, বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে, ইভিএম রাখার জায়গা নিয়ে, তা পুরোপুরি ভিত্তিহীন। EVM ঠিক জায়গায় আছে। কমিশনে অভিযোগ জমা পড়তেই, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মেদিনীপুর বিধানসভা
রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার যথাক্রমে-
সিতাই ৪৫%
মাদারিহাট ৪৬.১৮%
নৈহাটি ৩৯.৭৫%
হাড়োয়া ৪৭.১০%
মেদিনীপুর ৪৬.২৪%
তালড্যাংড়া ৪৮%