ওই রাস্তাটি ডিএসপি কারখানা যাওয়ার প্রধান রাস্তার সংযোগস্থল। যদিও ধস নামার সময় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলেও কোনও দুর্ঘটনা ঘটেনি। উল্লেখ্য, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের খনি অঞ্চলে ধসের মত ঘটনা প্রায়শই হয়ে থাকে। তবে শিল্পাঞ্চলের টাউনশিপে সচারাচর হয় না। তবে বছর দুয়েক আগেও একবার ওই এলাকায় কনিষ্ক গোলায় পিচ রাস্তায় ধস নামে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যাওয়ার প্রধাণ রাস্তায় ওই ঘটনাটি ঘটে।
advertisement
ডিএসপি মেনগেট যাওয়ার লিঙ্ক রোডের কনিষ্ক বলয়ের কাছে ধস হয়েছিল। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিকদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ১৯ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা লিঙ্ক রোড। যদিও এদিন রাস্তার যে অংশে ধস হয়েছে সেই রাস্তাটি স্টিল টাউনশিপের কনিষ্ক থেকে সেকেন্ডারি যাওয়ার রাস্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশে বিকল্প রাস্তা থাকায় তেমন সমস্যায় পড়তে হবেনা পথচারীদের। তবে ধসের আকার বাড়লে যাতায়াতে সমস্যার সৃষ্টি হবে।যদিও ডিএসপি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ ভোগান্তি এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় রাতভোর মেরামতির কাজ হবে।
দীপিকা সরকার