কয়েক মাস আগে অতিবৃষ্টিতে দামোদরের জলাধারগুলিতে প্রচুর পরিমাণে জল এসে ঢুকেছিল হঠাৎ করে। বাধ্য হয়ে প্রচুর পরিমাণে জল ছেড়েছিল ডিভিসি কর্তৃপক্ষ। যা নিয়ে কেন্দ্র রাজ্য তরজাও হয়েছে। কিন্তু এখন বর্ষা বিদায় নিয়েছে বাংলা জুড়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। স্বাভাবিকভাবেই জল ছাড়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। আর তাতেই শুকনো দামোদরের ছবিটা সামনে আসছে।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! উদ্ধার করে এনেছিল বন দফতর! সেখানেই মৃত্যু একাধিক পাখির, কেন?
যদিও ডিভিসি কর্তৃপক্ষের আধিকারিকরা বলছেন, বর্তমানে জলাধারগুলিতে যে জল জমা রয়েছে, সেই জল জুন মাস পর্যন্ত চালাতে হবে। অর্থাৎ পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে একটা নির্দিষ্ট পরিবার জল মজুত রাখতে হবে। তাই নিয়ম মেনে অল্প অল্প করে জল ছাড়া হচ্ছে। আর সেই কারণেই সংকীর্ণ হয়ে বইছে দামোদর। বাকি অংশে বালুচর উঠে আসছে।
আরও পড়ুন: দেব সেনাপতির আরাধনায় আলো হয়েছিল শূন্য কোল! এখানে আজও তিন কার্তিকের পুজো হয় একসঙ্গে
দামোদরের এই শুকনো রূপ দেখে অনেকেই পানীয় জল সংকটের আশঙ্কা করছেন। জল না পেয়ে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। যদিও জল সংকট যাতে দেখা না দেয়, সেজন্য ডিভিসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। সূত্রের খবর, দুই তরফ থেকেই চালানো হচ্ছে আলোচনা। এখনই শহরবাসীর বিশাল আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
নয়ন ঘোষ