ওই রাস্তা দিয়ে পাণ্ডবেশ্বর, অণ্ডাল ও দুর্গাপুর – ফরিদপুর ব্লকের বহু মানুষের নিত্য যাতায়াত রয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়ক যাওয়ার জন্য এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা৷ এলাকাবাসী ও পথচারিদের দীর্ঘদিনের দাবি ছিল শঙ্করপুর রেল গেট এড়িয়ে চলতে রেল ওভার ব্রীজ নির্মাণের। সেই মতো পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে চিঠি করেন৷ সাংসদ সংশ্লিষ্ট দফতরে ওভার ব্রিজের জন্য আবেদন করেন। সেই মতো বৃহস্পতিবার শঙ্করপুর রেল গেট ও রাস্তা পরিদর্শনে আসেন রেলের আসানসোল-সহ চারটি ডিভিশনের সিইও অজয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।
advertisement
এলাকাবাসীর দাবি, অবশেষে শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজের কাজ। শুনেই স্বস্তি মিলেছে। দীর্ঘদিনের চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার নিত্য পথচারীরা৷ প্রতিনিয়ত এলাকার মানুষকে সমস্যায় ফেলে শঙ্করপুর রেলের ফাটক। অবশেষে এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রেল আধিকারিকরা চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করেন৷ রেলের আধিকারিক ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রেল গেট এলাকা পরিদর্শন করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েক বছর ধরে মাপযোগ, কথাবার্তা চলার পর এদিন চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ। স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াস ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার উদ্যোগে এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হতে চলেছে।





