গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবাল্লাম এস, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক হরেরাম সিং ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের (এডিডিএ) চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
বৈঠকে শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোল এলাকার রাস্তা, জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, আবাসন, স্বাস্থ্য পরিষেবা ও নাগরিক পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়।
জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয় বলেও জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে নিয়মিত এই ধরনের পর্যালোচনা বৈঠক করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
