আসানসোলের সুদীপ্তা চৌধুরীর বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান সাত বছর আগে। তাঁর বাবার মৃত্যুবার্ষিকী একটু অন্যরকম ভাবে পালন করলেন সুদীপ্তা।
সুদীপ্তা চৌধুরী তিনি জানিয়েছেন, “বাবা আজ নেই কিন্তু উনার আশীর্বাদ সব সময় রয়েছে। তাই বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় বাবার দেখান পথ, তাঁর কর্মকাণ্ড সবকিছুকেই অনুসূরণ করে আমি এখনও সেই পথে হেঁটে চলেছি। আগামীতেও চলব”।
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল আপকার গার্ডেনের বাসিন্দা সুদীপ্তা চৌধুরী। বাড়ি বীরভূমের নলহাটিতে হলেও বিবাহ সূত্রে তিনি এখন আসানসোলের বাসিন্দা। তাঁর বাবা ২০১৫ সালে ব্রেন ক্যানসারে আক্রান্ত হন, ২০১৮ সালে হঠাৎ পরে গিয়ে বিছানা সম্বল হয়ে যান। এর পরেই আঁধার নেমে এল বীরভূমের নলহাটির বাড়িতে। সালটা ২০১৯, ১৭ অক্টোবর, বাংলা ২৯ আশ্বিন তাঁর বাবা সমীর কুমার চৌধুরী মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকীতে আসানসোল চেলিডাঙ্গা মোড় এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমের মানসিকভাবে বিশেষ সক্ষমদের সঙ্গে সারাটা দিন কাটান, আর সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি তিনি ওই সমস্ত বিশেষভাবে সক্ষমদের উৎসাহিত করেন ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য। তার এই উদ্যোগ অনুসরণ করে যদি অন্যরা এভাবেই পরিয়জনকে সম্মান জানান,তাহলে তা বেশ কিছু মানুষের মুখে সহজেই হাসি ফোটাতে পারবে,বলছেন স্থানীয়রা।