TRENDING:

আপনজনের স্মৃতিতে অন্যরকম আয়োজন যুবতীর! চাইলে আপনিও করতে পারেন, মন ভাল হয়ে যাবে গ্যারান্টি

Last Updated:

আসানসোলের সুদীপ্তা চৌধুরীর বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান সাত বছর আগে। তাঁর বাবার মৃত্যুবার্ষিকী একটু অন্যরকম ভাবে পালন করলেন সুদীপ্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা: ‘বাবা’ শব্দটাই লুকিয়ে আছে আমাদের হৃদয়ের অন্তস্থলের একটা জায়গা। বাবা হচ্ছে পৃথিবীর আলো, পথপ্রদর্শক, মাথার ওপরে ছাদ। যে ছাদ নিঃস্বার্থভাবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সব সময় ছেলেমেয়েদের জন্য কাজ করে চলেছে। সেই মাথার উপরে ছাদ যদি হঠাৎ করে সরে যায় তখনই নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে পড়েন সেই ব্যক্তি, যার মাথার উপরে ছাদ সরে যায়।
advertisement

আসানসোলের সুদীপ্তা চৌধুরীর বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান সাত বছর আগে। তাঁর বাবার মৃত্যুবার্ষিকী একটু অন্যরকম ভাবে পালন করলেন সুদীপ্তা।

সুদীপ্তা চৌধুরী তিনি জানিয়েছেন, “বাবা আজ নেই কিন্তু উনার আশীর্বাদ সব সময় রয়েছে। তাই বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় বাবার দেখান পথ, তাঁর কর্মকাণ্ড সবকিছুকেই অনুসূরণ করে আমি এখনও সেই পথে হেঁটে চলেছি। আগামীতেও চলব”।

advertisement

আরও পড়ুন: বাংলার ইতিহাসে প্রথম! দৃষ্টিহীন ‘এই’ পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, কেন জানলে গর্বে বুক ভরবে

পশ্চিম বর্ধমানের আসানসোল আপকার গার্ডেনের বাসিন্দা সুদীপ্তা চৌধুরী। বাড়ি বীরভূমের নলহাটিতে হলেও বিবাহ সূত্রে তিনি এখন আসানসোলের বাসিন্দা। তাঁর বাবা ২০১৫ সালে ব্রেন ক্যানসারে আক্রান্ত হন, ২০১৮ সালে হঠাৎ পরে গিয়ে বিছানা সম্বল হয়ে যান। এর পরেই আঁধার নেমে এল বীরভূমের নলহাটির বাড়িতে। সালটা ২০১৯, ১৭ অক্টোবর, বাংলা ২৯ আশ্বিন তাঁর বাবা সমীর কুমার চৌধুরী মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকীতে আসানসোল চেলিডাঙ্গা মোড় এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমের মানসিকভাবে বিশেষ সক্ষমদের সঙ্গে সারাটা দিন কাটান, আর সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ড্রেজিং নেই, সমাধান নেই! ফারাক্কার গঙ্গা ভাঙনে হাহাকার, এবার কী করবে ওঁরা?
আরও দেখুন

পাশাপাশি তিনি ওই সমস্ত বিশেষভাবে সক্ষমদের উৎসাহিত করেন ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য। তার এই উদ্যোগ অনুসরণ করে যদি অন্যরা এভাবেই পরিয়জনকে সম্মান জানান,তাহলে তা বেশ কিছু মানুষের মুখে সহজেই হাসি ফোটাতে পারবে,বলছেন স্থানীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আপনজনের স্মৃতিতে অন্যরকম আয়োজন যুবতীর! চাইলে আপনিও করতে পারেন, মন ভাল হয়ে যাবে গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল