দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে রোজ ছোট, বড় নানা দুর্ঘটনা ঘটছে। এই আবহে কোমর বেঁধে নামল ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কের উপর দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করল ট্রাফিক পুলিশের আধিকারিক সহ ডিসিপি ট্রাফিক পি.ভি.জি সতীশ পশুমার্থী।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মোষ পাচারের চেষ্টা! লরিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল সব, নকশালবাড়িতে গ্রেফতার ৪
advertisement
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফ থেকে মুচিপাড়া থেকে গোপালমাঠ পর্যন্ত জাতীয় সড়কে ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়। মোট ৮টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার ৮টি বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পি. ভি. জি. সতীশ পশুমার্থী, এসিপি রাজকুমার মালাকার, ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোম সহ কমিশনারেটের ট্রাফিক আধিকারিকেরা। ডিসিপি ট্রাফিক স্পষ্ট জানিয়ে দেন, দুর্ঘটনা রুখতে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ তৎপর। কোথাও ডিসপ্লে বোর্ড, কোথাও অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হচ্ছে। আরও বেশ কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানানো হয়েছে।
