TRENDING:

গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকার কারবার, পুরোটাই লোক ঠকানো! তদন্তে নামতেই চমক, পুলিশের জালে ২

Last Updated:

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অণ্ডাল থানার পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে শ্রীঘরে পৌঁছে গেল ওই চক্রের দুই প্রতারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর,দীপিকা সরকার: প্রাচীন স্বর্ণমূদ্রা কিনতে চান? সাবধান, সর্বস্ব খোয়াবেন। মাটি খুঁড়ে মাটির ঘড়া থেকে মিলেছে প্রাচীন স্বর্ণমুদ্রা। খুব গোপনে যোগাযোগ করলে স্বল্প মূল্যে আপনিও পেয়ে যাবেন ওই মুদ্রা হাতের মুঠোয়। প্রতারকরা আপনার সর্বস্ব লুঠ করতে এমনই ফাঁদ বিছিয়ে রেখেছে। তবে এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অণ্ডাল থানার পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে শ্রীঘরে পৌঁছে গেল ওই চক্রের দুই প্রতারক। তাদের কাছ থেকে পুলিশ প্রায় ২০০টি নকল স্বর্ণমূদ্রা বাজেয়াপ্ত করেছে। ধৃত ওই প্রতারকদের নাম আসাদুল্লাহ ও মীর আমিরুল। তাদের বাড়ি বীরভূম জেলায়।
অণ্ডাল থানা
অণ্ডাল থানা
advertisement

ধৃত দুই অভিযুক্ত

ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রাচীন স্বর্ণমুদ্রা দেওয়ার নামে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই।

View More

আরও পড়ুন: দুর্গাপুজোয় বসিরহাটে বড় পরিকল্পনা পুলিশ-প্রশাসনের! বিএসএফকে সঙ্গে নিয়ে সেরে ফেলল বিরাট কাজ

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি এলাকার একজন বাসিন্দা ওই প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছিলেন। তিনি বর্তমানে পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানা এলাকায় থাকেন। সোমবার তাঁর সঙ্গে ওই প্রতারকদের যোগাযোগ হয়। প্রতারকরা স্বল্প মূল্যে প্রাচীন স্বর্ণমুদ্রা দেওয়ার প্রলোভন দেখায় বলে অভিযোগ। সেই মতো ওই ব্যক্তি সিউড়ি থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে প্রচারকদের কাছ থেকে বেশ কিছু মুদ্রা কিনেছিলেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পরে দেখেন সেগুলি নকল মুদ্রা। এর পরেই তিনি অণ্ডাল থানার উখড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন এবং ওই ব্যক্তি প্রতারকদের ফাঁদে ফেলতে পুলিশের সহযোগিতা নেন। সেই মতো প্রতারকদের ফের ওই ব্যাক্তি স্বর্ণমূদ্রা কিনবে বলে জানান। প্রায় ১৫ লক্ষ টাকার স্বর্ণমূদ্রা নিয়ে উখড়া এলাকায় আসতে বলে। তার জন্য প্রতারকদের অগ্রিম তিনি ৫০ হাজার টাকা বায়নাও দেন। ওই দুই প্রতারক বুধবার রাতে ২০০ টি নকল স্বর্ণমূদ্রা নিয়ে উখড়া এলাকায় ওই ব্যাক্তিকে দিতে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই মূহুর্তে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অণ্ডাল)  পিন্টু সাহা জানান, নকল স্বর্ণমূদ্রা বিক্রি করে সাধারণ মানুষকে এই চক্র প্রতারিত করছিল। এই ধৃত দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও যারা রয়েছে তাদের গ্রেফতার করা হবে। তবে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোপনে গোপনে লক্ষ লক্ষ টাকার কারবার, পুরোটাই লোক ঠকানো! তদন্তে নামতেই চমক, পুলিশের জালে ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল