TRENDING:

Offbeat Destination: পূর্ণিমার রাতে সঙ্গীকে নিয়ে একদিন কাটান চূড়ান্ত রোম্যান্টিক এই গ্রামে! আজীবন মুগ্ধতা থেকে যাবে

Last Updated:

Offbeat Destination: অজয় নদ দিয়ে ঘেরা ছোট্ট গ্রাম। কাটোয়া শহর লাগোয়া যেন একটা ছোট্ট দ্বীপ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া এই গ্রামের নাম বেগুনকোলা। একদম শহরের যানজট, কোলাহল মুক্ত এক শান্ত পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বন্যার কারণে গ্রাম ছেড়েছেন অনেকে। তবে এখনও হাতেগোনা কিছু পরিবার রয়ে গিয়েছেন মাটি আঁকড়ে। অজয় নদ দিয়ে ঘেরা ছোট্ট গ্রাম। কাটোয়া শহর লাগোয়া যেন একটা ছোট্ট দ্বীপ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া এই গ্রামের নাম বেগুনকোলা। একদম শহরের যানজট, কোলাহল মুক্ত এক শান্ত পরিবেশ। আর এই বেগুনকোলা গ্রামেই গড়ে তোলা হয়েছে ইকো হাট। নাম রাখা হয়েছে উজান ইকো হাট। শীতের মরশুমে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালবাসেন। অনেকে আবার একটু নির্জন, শান্ত পরিবেশ পছন্দ করেন। যারা মনোরম পরিবেশে একটু সময় কাটাতে চাইছেন, তাঁদের জন্য এই উজান ইকো হাট একদম আদর্শ জায়গা। ইকো হাটের কর্ণধার রাজা ভৌমিক জানিয়েছেন, “এই জায়গা চারপাশ অজয় নদ দিয়ে ঘেরা। এককথায় এটা সম্পূর্ণ আলাদা, একটা দ্বীপের মত। আশা করি সকলেরই ভাল লাগবে।”
advertisement

আরও পড়ুনঃ একটি পান পাতায় দূর হবে সুগার-কোলেস্টেরল…! শুধু খেতে হবে এই নিয়ম মেনেই

কাটোয়া শহরের ঘুটকিয়াপাড়া বালি ঘাট থেকে, নৌকা করে নদ পেরিয়ে যেতে হবে বেগুনকোলা গ্রামের ইকো হাটে। ওখানকার সাজানো গোছানো মনোরম পরিবেশ দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাবে। ইকো হাটে প্রবেশ করলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের গাছ এবং বেশ কিছু পাখি, যা প্রথমেই নজর কাড়বে পর্যটকদের। তাছাড়াও ইকো হাটের বিশেষ আকর্ষণ হল খড়ের ছাউনি দেওয়া বেশ কিছু মাটির ঘর। যার মধ্যে থেকে গ্রাম্য পরিবেশের স্নিগ্ধ আমেজ উপভোগ করতে পারবেন। এছাড়াও একদম নদের ধারে রয়েছে বেশ কিছু বসার জায়গা। যেখান থেকে উপভোগ করতে পারবেন সূর্যাস্তের সুন্দর মুহূর্ত। সবমিলিয়ে আপনজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দারুণ এক জায়গা।

advertisement

ইকো হাটের কর্ণধার রাজা ভৌমিক আরও জানিয়েছেন, “পর্যটকদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। সবথেকে ভালো লাগার একটা বিষয় হল, এখানে সকালে পর্যটকদের জন্য টাটকা খেজুরের রসের ব্যবস্থাও করে দেওয়া হয়।”

View More

এই ইকো হাটে প্রবেশ করতে নৌকা ভাড়া হিসেবে লাগবে শুধুমাত্র ১০ টাকা। এই জায়গার মধ্যে রয়েছে একটি রেস্টুরেন্টও। পেয়ে যাবেন চা , কফি থেকে শুরু করে রকমারি খাবার। তবে কেউ যদি একদিনের জন্য ঘুরতে আসেন তাহলে পেয়ে যাবেন প্যাকেজ সিস্টেমে খাবার। মাত্র ৬৫০ টাকার বিনিময়ে দেওয়া হবে সকাল থেকে রাত অবধি সারাদিনের খাবার। তবে থাকার ইচ্ছে হলে ১৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন কটেজ।

advertisement

আরও পড়ুনঃ ৫কেজি ওজন কমিয়ে চাবুক ফিগার! এই ৪ খাবার মন্ত্রের মত কাজ করে! শরীরে মেদের চিহ্ন থাকবে না

এছাড়াও, যদি অজয় নদে মাছ ধরতে চান সেক্ষেত্রে, সকল ব্যবস্থা করে দেওয়া হয় ইকো হাটের তরফ থেকে। সবচেয়ে আকর্ষণীয় হল অজয় নদে নৌকা বিহার। পূর্ণিমার রাতে অজয় নদে নৌকা বিহারের মুহূর্ত ভুলতে পারবেন না কোনওদিন। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 91 96357 06222 এই নম্বরে। এছাড়াও, এখানে পিকনিক করার জন্য এবং জম্মদিন উদযাপনের জন্যেও রয়েছে বিশেষ ব্যবস্থা। তাই শীতের ছুটিতে এই জায়গায় যেতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat Destination: পূর্ণিমার রাতে সঙ্গীকে নিয়ে একদিন কাটান চূড়ান্ত রোম্যান্টিক এই গ্রামে! আজীবন মুগ্ধতা থেকে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল