TRENDING:

Weekend Tour: সপ্তাহান্তে ঘুরতে যাবেন ভাবছেন, এই ঝরণা ঘেরা পাহাড়ই হোক এবারের ডেস্টিনেশন

Last Updated:

Weekend Tour: একদিনের ছুটিতে ঘুরে আসুন জঙ্গলমহলের এই জায়গা থেকে, মন ভরবে আপনার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: শীতকালে সকলে ঘুরতে যেতে পছন্দ করে। চিৎকার-কোলাহলের বাইরে এক ফালি আনন্দের জন্য সকলের পছন্দ জঙ্গলে ঘেরা গ্রাম কিংবা সবুজে ঘেরা কোনও ঘোরার জায়গা। সারাদিনের ক্লান্তি ভুলে অন্তত একদিনের জন্য ঘুরে যেতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। একদিকে যেমন পাথরের গা বেয়ে শান্ত জল পড়ার কুলুকুলু শব্দ, তেমনই সবুজে ঘেরা চারপাশ মুগ্ধ করবে আপনাকে। কাজের চাপ আর ক্লান্তি ভুলে একদিনের জন্য পরিবার, বন্ধুদের নিয়ে ঘুরতে দেখতে পারেন জঙ্গলমহল ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাঘরা।
advertisement

কলকাতা শহরের খুব কাছে জঙ্গলমহলের এই গ্রাম। ধীরে ধীরে পরিচিতি পেয়েছে পর্যটন মানচিত্রে। চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির এই জায়গা। মাঝে ছোট্ট শান্ত জলপ্রপাত। শীতের সময় এমনকি সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে এখানে। কালো পাথরের গা বেয়ে ঝরে পড়ছে ঝরনার জল, যা ভুলিয়ে দেবে আপনার সারাদিনের ক্লান্তিকে।

advertisement

আরও পড়ুন – Astro Tips 2024: জন্মকুণ্ডলীতে রাহু গণ্ডগোল তৈরি করছে, এই রত্নেই ছু মন্তর সব বাধা, দাম্পত্য হবে চাঙ্গা

ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে বেলপাহাড়ির গ্রাম ঘাঘরা। একদিকে যেমন সবুজে ঘেরা প্রকৃতির স্বাদ নিতে পারবেন তেমনই আশেপাশেই আদিবাসী সংস্কৃতি মন কাড়বে আপনার। একদিনের ছুটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন ঘাঘরা ফলস।

advertisement

View More

যারা ঘুরতে যেতে পছন্দ করে কিংবা অফিসের কচকচানি, পরিবারের চাপ সামলে ক্লান্ত তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন জঙ্গলমহলের এই বিশেষ জায়গা থেকে, রয়েছে পিকনিকের ব্যবস্থা। সারাদিন এখানে কাটিয়ে ফের ফিরতে পারবে নিজের গন্তব্যে। কলকাতা শহর থেকে বেশ কাছেই এই ঘোরার জায়গা। শুধু তাই নয় পাশাপাশি ঝাড়গ্রামের একাধিক জায়গায় ঘুরে দেখতে পারবেন অনায়াসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Tour: সপ্তাহান্তে ঘুরতে যাবেন ভাবছেন, এই ঝরণা ঘেরা পাহাড়ই হোক এবারের ডেস্টিনেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল