কলকাতা শহরের খুব কাছে জঙ্গলমহলের এই গ্রাম। ধীরে ধীরে পরিচিতি পেয়েছে পর্যটন মানচিত্রে। চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির এই জায়গা। মাঝে ছোট্ট শান্ত জলপ্রপাত। শীতের সময় এমনকি সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে এখানে। কালো পাথরের গা বেয়ে ঝরে পড়ছে ঝরনার জল, যা ভুলিয়ে দেবে আপনার সারাদিনের ক্লান্তিকে।
advertisement
আরও পড়ুন – Astro Tips 2024: জন্মকুণ্ডলীতে রাহু গণ্ডগোল তৈরি করছে, এই রত্নেই ছু মন্তর সব বাধা, দাম্পত্য হবে চাঙ্গা
ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে বেলপাহাড়ির গ্রাম ঘাঘরা। একদিকে যেমন সবুজে ঘেরা প্রকৃতির স্বাদ নিতে পারবেন তেমনই আশেপাশেই আদিবাসী সংস্কৃতি মন কাড়বে আপনার। একদিনের ছুটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন ঘাঘরা ফলস।
যারা ঘুরতে যেতে পছন্দ করে কিংবা অফিসের কচকচানি, পরিবারের চাপ সামলে ক্লান্ত তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন জঙ্গলমহলের এই বিশেষ জায়গা থেকে, রয়েছে পিকনিকের ব্যবস্থা। সারাদিন এখানে কাটিয়ে ফের ফিরতে পারবে নিজের গন্তব্যে। কলকাতা শহর থেকে বেশ কাছেই এই ঘোরার জায়গা। শুধু তাই নয় পাশাপাশি ঝাড়গ্রামের একাধিক জায়গায় ঘুরে দেখতে পারবেন অনায়াসে।
Ranjan Chanda