এই অস্বস্তিকর গরমে থেকে আপাতত রেহাই নেই বেশ কিছু জেলার। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরম ও অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল খেটে খাওয়া মানুষের। বিশেষ করে দিনমজুর ,নিত্যযাত্রী ও কৃষকদের।
advertisement
আরও পড়ুন - Higher Secondary Examination: ইউনিফর্ম নয়, বাবার শেষকৃত্য করে লাল পাড় সাদা শাড়িতে পরীক্ষা বড় মেয়ের
এই সময় চিকিৎসকরা বলছেন গরম থেকে রেহাই পেতে বিশেষ কোন কাজ না থাকলে দুপুরবেলাটা বাইরে না বেরোতে। বাইরে বেরোলে সুতির হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে। ছাতা বা টুপি ব্যবহার করতে বলা হয়েছে৷ জল তেষ্টা না পেলেও ঘন ঘন জল পান করতে পাশাপাশি বরফ শীতল যেকোনো ধরনের ঠান্ডা পানীয় এড়িয়ে যেতে। বিভিন্ন ফলের রস ও নুন চিনির জল পানের পরামর্শ দিয়েছেন।
আবহাওয়াবিদরা জানান, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।তাতে আরও নাজেহাল হতে পারে নদিয়াবাসী৷
Mainak Debnath