বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাসে করে পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান এলাকায় ওঁত পেতে থাকেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে তল্লাশি চালালেও প্রথমে কিছুই মেলে না।
advertisement
‘বাড়াবাড়ি’ করে ফেললেন জীতুই? সমস্ত চ্যাট ফাঁসের পর দিতিপ্রিয়া বললেন, ‘পাত্তা পায়নি বলেই…’!
চপ্পলের তলায় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ
তবে তাঁদের নজরে পড়ে যায় ওই দুই যুবকের পায়ের চপ্পল। চপ্পলের তলা খুলতেই চমকে ওঠেন জওয়ানরা। ভিতরে লুকানো ছিল ৭টি সোনার বিস্কুট, যার ওজন প্রায় ১ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং তাঁরা মূলত বাহক হিসাবে কাজ করত। জলঙ্গি এলাকা থেকে কোনও এক ব্যক্তি তাঁদের হাতে সোনা তুলে দেয়, যা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এই ঘটনার পর বিএসএফ তরফে জানানো হয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং পাচারকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি আগের থেকেও কঠোর করা হয়েছে।